X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

পরের জঙ্গি অভিযানের নাম হবে বাংলায়: মনিরুল

জাকিয়া আহমেদ
২৭ আগস্ট ২০১৬, ১৯:২২আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১৯:৫৪

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিট স্ট্রং-২৭’ অভিযানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। ফেসবুক অনুসরণ করে দেখা গেছে, ঘটনার পক্ষেই বেশি সরব ফেসবুক ব্যবহারকারীরা। বেশিরভাগ স্ট্যাটাসেই এ অভিযানের জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানানো হয়েছে। তবে অভিযান নিয়ে নয়, অভিযানের নাম নিয়ে প্রশ্ন তুলেছেন ফেসবুক ব্যবহারকারী বিশিষ্ট কথাশিল্পী মইনুল আহসান সাবের। এর উত্তরও দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি সাবেরের প্রশ্নের উত্তরে পরবর্তী অভিযানের নাম বাংলায় দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন। এদিকে, আগের অভিযানগুলো নিয়ে যারা সন্দেহ পোষণ করেছেন তাদের ধুয়েও দিচ্ছেন অনেকে।

মইনুল আহসান সাবের

পুলিশ বাহিনীকে অভিনন্দন জানিয়ে কথাশিল্পী মইনুল আহসান সাবের নিজের ওয়ালে লিখেছেন, ‘প্রথমে অভিনন্দন। তারপর বলি, জঙ্গি বা এ ধরনের আর যারা আছে, তাদের বিরুদ্ধে সামরিক আধা-সামরিক বাহিনীর যে অভিযান বা অপারেশন পরিচালিত হয়, সেসব অভিযানের নাম ইংরেজিতে হয় কেন! আজ যেমন হলো, অপারেশন হিট স্ট্রং।
এসব বাংলায় হতে পারে না? যেমন, বহিবে সুবাতাস, নড়েছ কি মরেছ, আমার হলো শুরু তোমার হলো সারা’

এ মন্তব্য দেখে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম প্রত্যুত্তরে লিখেছেন, ‘অনেক ধন্যবাদ! আসলে এভাবে চিন্তা করিনি, তাৎক্ষণিকভাবে দেওয়া হয়তো। তবে এরপরে বাংলায় নাম দেওয়ার চেষ্টা করবো।’

মন্তব্যের জবাব পেয়ে মইনুল আহসান সাবের আবার লিখেন, ‘অনেক ধন্যবাদ। আপনি জানেন, বাংলায় অর্থবোধক অনেক মানানসই নাম দেওয়া সম্ভব।’

সৈয়দ ইশতিয়াক রেজার স্ট্যাটাস

এদিকে ফেসবুকে যারা জঙ্গিদের পক্ষে অবস্থান নেন বা জঙ্গি নির্মূল নিয়ে প্রশ্ন তোলেন তাদের দাঁতভাঙা জবাব দিয়েছেন একাত্তর টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। নারায়ণগঞ্জ অপারেশনের পর নিজের ফেসবুক ওয়ালে তিনি লিখেছেন, ‘জঙ্গিদের পক্ষে অন্তরের অবস্থান যাদের তারা কিছুটা মিউ মিউ করছে যে, তামিম চৌধুরীকে বাঁচিয়ে রাখা যেতো তথ্য পেতে .. আচ্ছা মার্কিনিদেরতো তথ্য আরও বেশি দরকার ছিল... তাহলে ওসামা বিন লাদেনকে মেরে ফেললো কেন তারা? ধরে নিয়ে গেলেই পারতো...!!!’

আশরাফুল আলম খোকনের স্ট্যাটাস

উল্লেখ্য, নারায়ণগঞ্জের পাইকপাড়ায় চালানো ‘অপারেশন হিট স্ট্রং ২৭’ অভিযান শেষে নিহত তিন জঙ্গির ছবি প্রকাশ করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। নিহত তিন জঙ্গির মধ্যে গুলশান ও শোলাকিয়া হামলার মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত তামিম আহমেদ চৌধুরীর নাম নিশ্চিত করতে পারলেও বাকি দু’জনের নাম মানিক ও ইকবাল বলে ধারণা করছে পুলিশ। তবে এ দুজনের পরিচয় এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।

মোস্ট ওয়ান্টেড তামিম চৌধুরী নিহত হবার খবরে সরব হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সেখানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন বেশ বড় এক স্ট্যাটাসে লিখেছেন, ‘খবর : নারায়ণগঞ্জে পুলিশের হিটস্ট্রং ২৭ অপারেশনে শীর্ষ জঙ্গী তামিম চৌধুরী সহ তিনজন নিহত ...এখন এই অপারেশনকে প্রশ্নবিদ্ধ করতে কিছুলোক তৎপর হবেই । কল্যাণপুরের অপারেশনকে নিয়ে যেমনটা করা হয়েছিলো । এখনো আপনারা বলতে পারেন এটা সাজানো নাটক ছিল , পুলিশ কেন আহত নিহত হয়নি , কেন জীবিত ধরা হয়নি , কেন আগে তথ্য নেয়া হয়নি ইত্যাদি ইত্যাদি ...’

প্রশ্ন করা বা প্রশ্ন তোলায় দোষের কিছু নাই । প্রশ্ন তুললে জাতি অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে পারে । কিন্তু অহেতুক কিংবা উদ্দেশ্যমূলক প্রশ্ন দেশ ও জাতির জন্য ক্ষতিকর। অহেতুক প্রশ্নকর্তারা হচ্ছে সেই ক্ষতিকর প্রাণী । আপনাদের জন্য শুধুই করুণা...

তবে হ্যাঁ, আপনারা প্রশ্ন তুলতে থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তেই ব্যস্ত আছেন। আপনাদেরকে পাত্তা দেওয়ার মতো অবসর সময় আমাদের নাই।’

বাংলাদেশের মিডিয়ার লিড ক্রাইসিস আপাতত ঘুচলো জানিয়ে প্রবাসী সাংবাদিক ফজলুল বারী লিখেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার বললেন জঙ্গি চাঁইদের ধরা হবে যে কোনও মুহুর্তে। এর চব্বিশ ঘণ্টার মধ্যে তামিমসহ তিনজন নিহত! যাক, ভালো একটি খবর। অভিনন্দন পুলিশ বাহিনী। বিডি মিডিয়ার লিড ক্রাইসিস আপাতত ঘুচলো:) প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স আজ আর লিড হলো না আর কী!’

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত খাজা নিজামউদ্দিন তার স্ট্যাটাসে লিখেছেন, ‘দালাল চিনতে চান?
পুলিশের আজকের সফল অভিযানে যারা চুপ মেরে আছে। কিছু হইলেই যারা বলে, বাংলাদেশ কিছুই পারে না!!’ তিনি আরও লেখেন,‘দ্য ব্রিটেন+আমেরিকা+কানাডা কানেকশনস!
বাংলাদেশে জঙ্গি হামলার ৩ মাস্টারমাইন্ডই বিদেশি নাগরিক! কী আশ্চর্য কাজ কারবার। তামিম কানাডার! আর্টিজানের আসলজন ব্রিটেনের আর কল্যাণপুরের জন আমেরিকার নাগরিক!
৩ মাস্টারমাইন্ডের ২ জন নিহত। পুলিশের হেফাজতে আছেন নর্থ সাউথের প্রাক্তন স্যার যিনি ব্রিটিশ নাগরিক।’

  সাইফুর আর মিশুর স্ট্যাটাস

অনলাইন অ্যাক্টিভিস্ট সাইফুর আর মিশু লিখেছেন ‘চোখ খুলেই দেখি কিউট ভাইয়াটার সানডে মানডে ক্লোজ করে দিছে। আমাদের পুলিশ ভাইয়াদের কথাবার্তা একটু এদিক ওদিক হইলেও কাজ কামে কিন্তু সেইরাম (সেইরকম)।’ তিনি আরও যোগ করেছেন,‘অন্তর থেকে কইলাম, উনারা আমাদের হারকিউলিস। এইরাম (এ রকম) কাম (কাজ) করলে, মানুষ যে কি (কী) পরিমাণ শান্তি পায়।’

‘দিনের শুরু সুসংবাদ দিয়ে আর শেষটাও সুসংবাদ দিয়ে হবে এমনটা আশা করতেই পারি আমরা,’ লিখেছেন শাওন মাহমুদ। তিনি শেষ করেছেন এভাবে,‘জঙ্গি দমন হোক। সুন্দরবন বেঁচে থাকুক’।

*(বাংলা ট্রিবিউনের বানানরীতি অনুযায়ী কোনও কোনও মন্তব্যের বানান সামান্য পরিবর্তিত)

/জেএ/টিএন/

আরও পড়ুন:

নারায়ণগঞ্জে একটিবাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশের অভিযান

গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত

মাস্টারমাইন্ড তামিম চৌধুরীর আদ্যোপান্ত

‘অপারেশন হিট স্ট্রং ২৭’

সম্পর্কিত
পদ্মা-মেঘনায় ইলিশ ধরায় ২৬ জেলে গ্রেফতার
নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান: ২ থানায় মামলা
নারায়ণগঞ্জের জঙ্গিদের টার্গেট ছিল পুলিশ
সর্বশেষ খবর
নগরের তীব্র উত্তাপ কি শীতাতপ নিয়ন্ত্রিত মনকে ছুঁতে পারে?
নগরের তীব্র উত্তাপ কি শীতাতপ নিয়ন্ত্রিত মনকে ছুঁতে পারে?
বিএনপি নেতারা ‘সিম্প্যাথি কার্ড’ খেলার অপচেষ্টা করছে: কাদের
বিএনপি নেতারা ‘সিম্প্যাথি কার্ড’ খেলার অপচেষ্টা করছে: কাদের
গ্রন্থাগার অধিদফতরের কাজে গতি আনতে কামাল চৌধুরীর আহ্বান
গ্রন্থাগার অধিদফতরের কাজে গতি আনতে কামাল চৌধুরীর আহ্বান
মীরসরাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
মীরসরাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ