X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ভবিষ্যতে আর কোনও বদরুলের জন্ম যেন সমাজে না হয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৬, ২০:২৫আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ২০:৪০

নার্গিসকে দেখে স্কয়ার হাসপাতালে বক্তব্য রাখেন মহিলা পরিষদ নেত্রী ড. মালেকা বানু

কোনও মেয়ের না বলার অধিকার থাকবে না, তার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার মূল্য থাকবে না এটা হতে পারে না। সমাজে মেয়েদের না বলার এই জায়গাটায় পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ড. মালেকা বানু।

সিলেটের ছাত্রলীগনেতা বদরুল আলমের চাপাতির কোপে গুরুতর আহত খাদিজা বেগম নার্গিসকে বুধবার স্কয়ার হাসপাতালে দেখতে এসে তিনি এসব কথা বলেন বাংলা ট্রিবিউনকে।

স্কয়ার হাসপাতালের ষষ্ঠতলায় নিবিড় পরিচর্যা কেন্দ্রের পাশে নার্গিসের স্বজনদের সঙ্গেও কথা বলেন তিনি। নার্গিসের পরিবারকে এ বিষয়ে আইনি সহযোগিতা দিতেও মহিলা পরিষদ তাদের পাশে থাকবে বলে জানান তিনি। মহিলা পরিষদের উদ্যোগে নার্গিসের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল সিলেটে মানববন্ধন করা হবে এবং এঘটনায় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তারা স্মারকলিপি এবং বিবৃতি দিয়েছেন বলেও জানান তিনি।

মালেকা বানু বাংলা ট্রিবিউনকে বলেন, বদরুল নামের ওই অপরাধী যেন কোনোভাবেই ছাড়া না পায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। খেয়াল রাখতে হবে তদন্তও যেন প্রভাবিত না হয়। উচ্চ আদালতের যৌন নিপীড়নবিরোধী যে নির্দেশনা রয়েছে তার আলোকে এবার আইন করতে হবে বলেও জানান তিনি।

মালেকা বানু বলেন, অপরাধ করলে শাস্তি পেতে হবে সমাজে এটি প্রতিষ্ঠিত করতে হবে এবং গণসচেতনতা বৃদ্ধি করতে হবে বলেও জানান তিনি। তবে বদরুলকে যেভাবে সাধারণ মানুষ আটক করেছে এটাও সমাজের একটি ইতিবাচক দিক উল্লেখ করে তিনি বলেন, বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এই সমাজকেই।

অপরদিকে, নার্গিসকে দেখতে বিকেলে স্কয়ার হাসপাতালে আসেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, সমাজের এই নিষ্ঠুর প্রবণতা রোধ করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন ভবিষ্যতে আর কোনও বদরুলের জন্ম সমাজে এবং রাষ্ট্রে না হয়।

/জেএ/টিএন/

 

আরও পড়ুন:

আদালতে দায় স্বীকার: নার্গিসকে কোপাতে আড়াইশ’ টাকায় চাপাতি কেনে বদরুল  

মেয়েটি ফিরে আসুক

কোপানোর আগে দেওয়া স্ট্যাটাসে যা বলেছে বদরুল 

চাপাতি হাতে শেষ বোঝাপড়া!

আর কত নার্গিস মরলে আমরা নিরাপত্তা পাব?

অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যায় নার্গিস

ছাত্রলীগ নেতার চাপাতির কোপে আহত ছাত্রী লাইফ সাপোর্ট

‘চাপাতি বদরুল’ এর শাস্তির দাবিতে উত্তাল সিলেট

বদরুলের শাস্তির দাবিতে সিলেটে বিক্ষোভ চলছে

ছাত্রলীগ নেতার ‘জঙ্গি’ নৃশংসতা

চাপাতি উদ্ধার, ছাত্রলীগ নেতা বদরুল পুলিশ হেফাজতে

নার্গিসকে হত্যাচেষ্টাকারীর বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নার্গিসের জন্য প্রার্থনা আর বদরুলের জন্য ঘৃণা 

‘বদরুল ছাত্রলীগের কেউ নয়’

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু
ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে