X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাসে ঢুকে হামলার মুখে নুর, ছাত্রলীগ-ছাত্রদল ধাওয়া-পাল্টা ধাওয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৯, ১৪:১৮আপডেট : ১২ মার্চ ২০১৯, ১৫:০৬

ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রদল ধাওয়া-পাল্টা ধাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল ঘোষণার পর ক্যাম্পাসে প্রবেশ করেই হামলার মুখে পড়েন নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। মঙ্গলবার দুপুরে টিএসসি এলাকায় ছাত্রলীগের কর্মীরা তাকে ধাওয়া দেয়। ধাওয়ার মুখে টিএসসির ভেতরে চলে যান নুর। পরে সেখানে অবস্থান করা ছাত্রদল কর্মীরা লাঠি নিয়ে পাল্টা ধাওয়া দেয়। মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেল থেকে জিএস প্রার্থী আনিসুর রহমান খন্দকার অনিকসহ ছাত্রদলের অন্য নেতারা  টিএসসিতে ছাত্রলীগ কর্মীদের পাল্টা ধাওয়া দেন। ক্যাম্পাসে নুরুল হক নুরের কুশপুত্তলিকা

সূর্যসেন হলের ছাত্রলীগ নেতা ফেরদৌস আলম অভিযোগ করে জানান,  ‘নুর এবং ছাত্রদলের অনিকসহ আরও কয়েকজন আমার ওপর হামলা চালিয়েছে।’

ছাত্রদলের জিএস প্রার্থী অনিক পাল্টা অভিযোগ করে বলেন, ‘আমাদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে।’ ঢাবি ক্যাম্পাসে নুরুল হক নুরকে নিয়ে মিছিল

নুরের বন্ধু ফারুক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টিএসসিতে আমাদের ওপর অতর্কিত হামলা করে ছাত্রলীগ। এ ঘটনা ন্যক্কারজনক। হামলায় আমাদের অনেকেই হতাহত হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।’

আজ মঙ্গলবার (১২ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে নুরুল হক নুরকে নিয়ে মিছিল বের হয়। মিছিলটি শাহবাগ দিয়ে ক্যাম্পাসে ঢুকে মধুর ক্যান্টিন হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির গেট দিয়ে বের হয়ে টিএসসির দিকে যায়। টিএসটির বাইরে দাঁড়িয়ে সংবাদমাধ্যমে কথা বলার চেষ্টা করেন নুরসহ তার সঙ্গীরা। এ সময় ছাত্রলীগ কর্মীরা তাদের ধাওয়া দিয়ে টিএসসির ভেতরে নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থানরত ছাত্রদল কর্মীরা ছাত্রলীগকে পাল্টা ধাওয়া দেয়।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বিজয়ী হয়েছেন কোটা আন্দোলনের নেতা নুরুল হক নুর। তিনি ১১ হাজার ৬২ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তিনি পেয়েছেন ১০ হাজার ৪৮৪ ভোট। ডাকসুর ২৫টি পদের মধ্যে ২৩টি পদে ছাত্রলীগের কর্মীরা জয়ী হয়েছেন। সোমবার দিবাগত রাতে এ ফল ঘোষণা করেন ভিসি ড. মো. আখতারুজ্জামান।

আরও পড়ুন- 

নতুন করে নির্বাচন নয়: ঢাবি ভিসি 

ভিসির বাসার সামনে ছাত্রলীগের অবস্থান, ক্যাম্পাস থমথমে

ঢাবিতে চলছে ক্লাস বর্জন

ডাকসুর ভিপি নুরুল হক নুর, জিএস রাব্বানী

শোভনের চেয়ে ১৯৩৩ ভোট বেশি পেলেন নুর

পাঁচটি ছাত্রী হলের চারটিতেই ভিপি স্বতন্ত্র প্রার্থীরা

প্রহসনের নির্বাচন মানি না, স্লোগান ছাত্রলীগের

নুরকে ভিপি ঘোষণার পর ছাত্রলীগের বিক্ষোভ (ভিডিও)

প্রশাসন তৎপর থাকায় নির্বাচিত হতে পেরেছি: ফজিলাতুন্নেছা হল ভিপি

লিটন নন্দী-নুরুর বিরুদ্ধে মামলা নিয়ে শাহবাগ থানার লুকোচুরি!

‘নীল নকশার নির্বাচন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন’ (ভিডিও)

/এআরআর/এসএমএ/এসএসএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
আজকের আবহাওয়া: ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?