X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ইনকাম ট্যাক্স কম দেন, যাকাতটাও আদায় করেন না: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৯, ০৩:৩৭আপডেট : ২৬ মে ২০১৯, ০৩:৩৮




‘হাব’ আয়োজিত ইফতারে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ইনকাম ট্যাক্স দেওয়ার পাশাপাশি যাকাত আদায়ে সবাইকে সৎ হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘আমাদের দেশের মানুষ ইনকাম ট্যাক্স তো কম দেয়, তেমনিভাবে অনেকে সক্ষম তবু যাকাতটাও আদায় করেন না। আমাদের ওপর হজ যেমন ফরজ, তেমনি যাদের সম্পদ আছে তাদের জন্য যাকাতও বাধ্যতামূলক।’

শনিবার (২৫ মে) হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমি বিশ্বাস করি যাকাত একটি আন্দোলনে রূপ নেবে, যদি আমরা সবাই এগিয়ে আসি। হজ এজেন্সির যারা আছেন আপনারা তো হজের কাজ করবেনই, আমার অনুরোধ হচ্ছে পাশাপাশি কারা যাকাত দেবে, কীভাবে যাকাত দেবে তা শিখিয়ে দেবেন। যাকাত দিলে সম্পদ সঠিক হয়। আল্লাহ সম্পদে বরকত দেন। আমাদের আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও গরীবদের আমাদের সম্পদের ওপর হক রয়েছে।’

অর্থমন্ত্রী আরও বলেন, আগে প্রতি বছরই হজের সময় খারাপ অবস্থা দেখতাম। কিছু লোক যেতে পারছেন না, ফ্লাইট নেই, এজেন্সি মালিককে পাওয়া যাচ্ছে না ইত্যাদি। এখন এই সমস্যাগুলো আর নেই। হজের জন্য আমাদর প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশনা দিয়েছেন, যেন প্রতিবছর শুদ্ধভাবে হজ আদায় হয়। তিনি এ বিষয়ে সবসময় খোঁজ-খবর রাখেন এবং যা করণীয় সে বিষয়ে নির্দেশ দেন।’

অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ বলেন, ‘হজ ব্যবস্থাপনায় যেখানে যে সমস্যা আছে, সেগুলো সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করবো। আজও প্রধানমন্ত্রীর সঙ্গে হজ নিয়ে আমার কথা বলার সুযোগ হয়েছে। তিনি প্রি-ডিপার্টচার ইমিগ্রেশনের বিষয়ে বলেছেন, যেন এই বিষয়ে আমরা শক্তভাবে অগ্রসর হই। কোনোভাবেই এটা যেন না পেছায়।’

এবছর হজে বিমানের টিকিট নিয়েও কোনও সমস্যা নেই বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

সভাপতির বক্তব্যে হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, একসঙ্গে অনেক লোকের ব্যবস্থাপনা করতে গেলে কিছু ত্রুটি হতেই পারে। কিন্তু এজন্য এজেন্সিগুলোকে যেন ঢালাওভাবে অভিযুক্ত করা না হয়। কেউ অপরাধ করলে অবশ্যই সে শাস্তি পাবে। কিন্তু অনেক সময় দেখা যায় তদন্তের নামে কোনও কোনও কর্মকর্তা এজেন্সিদের হয়রানি করেন।

তিনি বিমান ভাড়া কমানোর বিষয়েও পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

অনুষ্ঠানে হাব সদস্যদের সন্তানদের জন্য আয়োজিত কেরাত ও আজান প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ধর্ম সচিব মো. আনিছুর রহমান, যুগ্মসচিব জহির আহমেদ, হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম, হাবের মহাহাসচিব ফারুক আহমদ সরদার, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান, হাবের সাবেক সভাপতি মো. ফারুক, আব্দুশ শাকুর, মো. ইব্রাহিম বাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/সিএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক