X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

যাত্রীবাহী সব নৌযান মাঝনদীতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৯, ১৩:০১আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ১৩:৩৪

নৌযান চলছে না নারায়ণগঞ্জ নদী বন্দরে শ্রমিকদের অনির্দিষ্ট ধর্মঘটের কারণে দেশের প্রায় সব রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) মধ্যরাত থেকে শুরু হওয়া নৌযান শ্রমিকদের ধর্মঘট সকাল থেকে পুরোপুরি কার্যকর হয়েছে। গতকাল শুক্রবার বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত যেসব নৌযান গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছিল সেগুলো গন্তব্যে গিয়ে যাত্রী নামানোর পর চলাচল বন্ধ রেখেছে। দেশের বিভিন্ন রুট থেকে সদরঘাটে আসা লঞ্চ ও জাহাজ যাত্রী নামিয়ে দিয়ে পন্টুন থেকে সরিয়ে নদীর মাঝখানে নিয়ে নোঙর করা হয়েছে।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের দফতর সম্পাদক প্রকাশ দত্ত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। সব ধরনের নৌযান বন্ধ রয়েছে। আমাদের ১১ দফা দাবি যৌক্তিক। আমরা যৌক্তিক আন্দোলন করছি।’

তিনি বলেন, ‘রাত থেকে কার্যকর হওয়া ধর্মঘট সকাল থেকে পুরোদমে কার্যকর হয়েছে। কারণ গতকাল বিকালে ও সন্ধ্যায় বিভিন্ন রুট থেকে যেসব লঞ্চ ছেড়ে আসছিল  সেগুলো যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়। এখন এসব নৌযান পন্টুন ছেড়ে নদীতে নোঙর করে আছে।’

এদিকে সরেজমিনে সদরঘাটে গিয়ে দেখা গেছে, ভোর থেকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ভান্ডারিয়া, ঝালকাঠি, স্বরূপকাঠী, হুলারহাট, চাঁদপুরসহ বিভিন্ন রুট থেকে জাহাজ ও লঞ্চ এসেছে। সেগুলো যাত্রী নামিয়ে দিয়ে বুড়িগঙ্গায় নোঙর করে রেখেছে। পন্টুনে কোনও লঞ্চ নেই। সদরঘাটের ১ ও ২ নম্বর পন্টুনে কয়েকটি বড় জাহাজ দেখা গেলেও সেগুলো ৯টার দিকে সরিয়ে নেওয়া হয়।

সদরঘাটে বিভিন্ন পন্টুন ও জাহাজে শ্রমিকদের আড্ডা দিতে দেখা গেছে। এদের একজনের নাম সালাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বেতনভাতার নিশ্চয়তার কথা বলছি। তা মানা হয়নি। প্রতিবারই বলা হয়েছে, আমাদের যৌক্তিক সব দাবি মানা হবে। তবে কোনও দাবি মানা হয়নি।’

তবে আগে থেকেই নৌযান ধর্মঘটের ঘোষণা থাকায় আজ শনিবার সকালে সদরঘাটে তেমন কোনও যাত্রী দেখা যায়নি।

এদিকে, নারায়ণগঞ্জ, চাঁদুপর, বরিশাল, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে নৌবন্দর ও লঞ্চ টার্মিনালগুলো থেকে নৌযান চলাচল বন্ধ রয়েছে বলে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধিরা জানিয়েছেন।

আরও পড়ুন- 

নৌযানশূন্য নদী বন্দর

মধ্যরাত থেকে ১১ দফা দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের ধর্মঘট

/এআরআর/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১০ মে, ২০২৫)
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
সর্বাধিক পঠিত
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান