X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

সংগ্রামের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তথ্য মন্ত্রণালয় ও পিআইবির শাস্তি দাবি

ঢাবি প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৯, ১৫:৫১আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৫:৫১

মুক্তিযুদ্ধ মঞ্চ মানবতাবিরোধী অপরাদের দায়ে দণ্ডিত জামায়াত নেতা কাদের মোল্লাকে ‘শহীদ’ বলায় দৈনিক সংগ্রাম পত্রিকার অফিস ঘেরাও কর্মসূচির করে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন। ওই ঘটনার ৪৮ ঘণ্টা পরেও পত্রিকাটির বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় এবার তথ্য মন্ত্রণালয় ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) কর্মকর্তাদের শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আল্টিমেটামের শেষে এ দাবি জানান তারা। এসময় দাবি আদায়ে নতুন কর্মসূচি হিসেবে, বিজয় দিবসে দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকী অনশন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন। এতে পাঁচটি দাবির কথা তুলে ধরেন তারা। মুক্তিযুদ্ধ মঞ্চের পাঁচদফা দাবি হল:

১. রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মহান মুক্তিযুদ্ধের শহীদদেরকে অবমাননা করার অপরাধে জামাত-শিবিরের মুখপত্র দৈনিক সংগ্রাম পত্রিকার ডিক্লারেশন বাতিল করা।

২. সংগ্রাম পত্রিকায় প্রকাশিত এই সংবাদ পরিবেশন হওয়ার ৪৮ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরেও কোনও ব্যবস্থা না নেওয়ার অপরাধে তথ্য মন্ত্রণালয় ও পিআইবির দায়িত্বরত কর্মকর্তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান।

৩. সংগ্রাম পত্রিকায় প্রকাশিত সংবাদ পরিবেশনের সঙ্গে জড়িত গ্রেফতার হওয়া সম্পাদক আবুল আসাদকে রাষ্ট্রদ্রোহের অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও সাংবাদিক রুহুল আমিনসহ বাকীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান।

৪. জামাত-শিবিরের অঘোষিত দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করার অপরাধে দৈনিক সংগ্রাম পত্রিকার কার্যালয় বাজেয়াপ্ত করা।

৫. আইন করে স্বাধীনতাবিরোধী জামাত-শিবিরকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে এবং যুদ্ধাপরাধী ও তাদের বংশধরদের তালিকা করে তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে নিতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদসহ প্রমুখ।

/এসআইআর/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
জুলাই শহীদদের প্রতি জোনায়েদ সাকির শ্রদ্ধা নিবেদন
জুলাই শহীদদের প্রতি জোনায়েদ সাকির শ্রদ্ধা নিবেদন
ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর আহ্বান জি-৭ ভুক্ত দেশগুলোর
ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর আহ্বান জি-৭ ভুক্ত দেশগুলোর
ক্রিকেটার নাসির-তামিমার মামলায় আত্মপক্ষ সমর্থন শুনানি ১৪ জুলাই
ক্রিকেটার নাসির-তামিমার মামলায় আত্মপক্ষ সমর্থন শুনানি ১৪ জুলাই
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি