X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

পিইসি, জেএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে না

এস এম আববাস
১১ আগস্ট ২০২০, ১৪:৩৯আপডেট : ১২ আগস্ট ২০২০, ০৮:২৭

সমাপনী পরীক্ষা কোভিড-১৯ এর বিস্তার রোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)  ও সমমানের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। নিজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উত্তীর্ণ করার প্রস্তাবনা তৈরি করা হচ্ছে।

এ সংক্রান্ত সারাংশ শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাচ্ছে। আগামী সপ্তাহে প্রস্তাবনা আকারে এই সারাংশ পাঠানো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দেওয়ার পর দুই মন্ত্রণালয় আদেশ জারি করবে।

এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন বলেন, পরীক্ষা না নেওয়ার জন্য আমরা সারাংশ পাঠাবো। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে জিও জারি করবো। আগামী সপ্তাহের শুরুর দিকে সামারি পাঠানো হবে। মন্ত্রণালয় থেকে সামারি যাবে।'

প্রাথমিক  ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মূল্যায়নের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করবে।

এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে বিশেষজ্ঞরা যে সুপারিশ করেছেন তা এ সপ্তাহে চূড়ান্ত করবো। এরপর তা প্রকাশ করা হবে। আমরা শিক্ষার্থীদের সুরক্ষা ও শিক্ষা জীবন সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে পরবর্তী ব্যবস্থা নেবো।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেরিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলে অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা নেওয়া হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজেরা শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে বা সম্ভব হলে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেবে পরবর্তী ক্লাসে উত্তীর্ণের জন্য।

বিশেষজ্ঞদের সুপারিশ অনুযায়ী পরবর্তী ক্লাসে উত্তরণের জন্য সংক্ষিপ্ত সিলেবাসে শিক্ষার্থীদের ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস চলবে। তবে জানুয়ারির ১ তারিখ থেকে বই দিয়ে দেওয়া হবে। শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসের বই পাওয়ার পরও আগের ক্লাসের নির্ধারিত সংক্ষিপ্ত সিলেবাস শেষ করবে। মার্চ থেকে শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।

এছাড়া পরিস্থিতি ভালো হলে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। এর আগে শিক্ষা মন্ত্রণালয় বিষয় কমিয়ে এইচএসসি পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছিল। 

/এফএএন/এমএমজে/
সম্পর্কিত
নামেই শুধু সরকারি কলেজ, নানা সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম
প্রাথমিক শিক্ষার ঘাটতি কখনও পূরণ হয় না: ডা. বিধান রঞ্জন
নিকলীতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে অনুমোদনহীন কামাল ব্রিকস, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
গণতান্ত্রিক ছাত্র জোট থেকে বেরিয়ে গেলো ছাত্র ফেডারেশন
গণতান্ত্রিক ছাত্র জোট থেকে বেরিয়ে গেলো ছাত্র ফেডারেশন
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
আলকারেজের কষ্টের জয়, বিদায় মেদভেদেভের 
আলকারেজের কষ্টের জয়, বিদায় মেদভেদেভের 
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি