X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সংসদের লেকে ভাসতে যাচ্ছে ‘গয়না নৌকা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২০, ১৮:১৭আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ১৮:৩৮

সংসদের লেকে ভাসতে যাচ্ছে ‘গয়না নৌকা’ (ছবি: সংগৃহীত) মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের লেকে ভাসানো হচ্ছে দুটি গয়না নৌকা। আবহমান বাংলাদেশের ঐতিহ্য এ নৌকা দুটিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ (ভিআইপি) ও বিদেশি অতিথিরা সংসদের লেক ভ্রমণ করতে পারবেন। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বৃহস্পতিবার (৫ নভেম্বর) লেকে নৌকা ভাসাবেন।

জানা গেছে, বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে দৃষ্টিনন্দন এ নৌকা দুটি তৈরিতে প্রায় ৪০ লাখ টাকা ব্যয় হয়েছে। নৌকা দুটি ২৭ ফুট লম্বা এবং পাঁচ ফুট চওড়া।

সংশ্লিষ্টরা জানান, সংসদ ভবনের লেকে ভাসমান নৌকায় সাধারণ মানুষের ওঠার সুযোগ থাকছে না। ভিআইপি ও বিদেশি পর্যটকরা এ নৌকায় সংসদের লেক ভ্রমণ করতে পারবেন। ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে কৃষ্টি-কালচার ও ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে এই নৌকার ব্যবস্থা করা হয়েছে। সড়ক যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি এবং দেশের নদীনালাসমূহ মরে যাওয়ার ফলে নৌকায় চড়ার ঐতিহ্য নষ্ট হতে চলেছে। সেই সঙ্গে বিলুপ্ত হওয়ার পথে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী গয়না নৌকাও। বিলুপ্তপ্রায় এই নৌকার ঐতিহ্য ধরে রাখতে পর্যটন করপোরেশন থেকে এই উদ্যোগ নেওয়া হয় বলে জানানো হয়েছে।

পর্যটন করপোরেশন সূত্রে জানা গেছে, সংসদ লেকে নৌকা ভাসানোর সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা বুধবার (৪ নভেম্বর) বিকালে সংসদ ভবনে বসে প্রস্তুতির সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক আনিসুজ্জামানের তত্ত্বাবধানে নৌকা দুটি তৈরি করা হয়। এর ডিজাইনও তিনি করেছেন। পরে প্রখ্যাত শিল্পী হাশেম খান চূড়ান্ত ডিজাইনটি করেছেন। তৈরির আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এটি দেখে সম্মতি দিয়েছেন। 

আরও জানা গেছে, মুজিববর্ষ চলাকালীন অধ্যাপক আনিসুজ্জামানের তত্ত্বাবধানে নৌকা দুটি পরিচালিত হবে। পরবর্তীতে সংসদ সচিবালয় ও পর্যটন করপোরেশন আলোচনা করে সিদ্ধান্ত নেবে। সংসদের লেকে ভাসতে যাচ্ছে ‘গয়না নৌকা’ (ছবি: সংগৃহীত)

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক (জনসংযোগ) জিয়াউল হক হাওলাদার বাংলা ট্রিবিউনকে বলেন, দেশের নৌকা ভ্রমণের হারানো ঐতিহ্য ধরে রাখতে তারা মুজিববর্ষে এ উদ্যোগ হাতে নিয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের সভ্যতা ও ঐতিহ্যে নদী এবং নৌকার একটি যোগসূত্র রয়েছে। নৌকা শুধু আমাদের বাহনই নয়, দেশের ঐতিহ্যের একটি অংশ। এই ঐতিহ্যের প্রতীক হিসেবে পর্যটন করপোরেশন মুজিববর্ষ উপলক্ষে এ গয়না নৌকা দুটি সংসদের লেকে ভাসাচ্ছে। এতে চড়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিদেশি অতিথিরা লেক ভ্রমণ করতে পারবেন।’

জানতে চাইলে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রামচন্দ্র দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমান ক্ষমতাসীন দলটির দলীয় প্রতীক নৌকা। স্বাধীনতা যুদ্ধের সময়ও মুক্তিযোদ্ধাদের যাতায়াতে নৌকার একটি ভূমিকা ছিল। এছাড়া নৌকা দেশের একসময়কার ঐতিহ্যবাহী জনপ্রিয় বাহন। এসব বিবেচনা করে আমরা নৌকা দুটি মুজিববর্ষে তৈরি করেছি।’

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ