X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ২ নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট, অগ্নিদগ্ধ ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৬

ঢাকা রাজধানী ঢাকায় পৃথক দুইটি দুর্ঘটনার একটিতে দুই জন নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট ও অন্যটিতে চার জন অগ্নিদগ্ধ হয়েছেন। আহতদের সবাইকেই চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শ্যামপুর থানার ঢাকা ম্যাচ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন শ্রমিক আশরাফ আলী (৫৫) ও শাকিল আহমেদ (২০)।
তাদের সহকর্মী আলামিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আশরাফ ও শাকিল ওই বিল্ডিংয়ে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন। তাদের দু’জনের বাড়িই পাবনার সুজানগর উপজেলার বনগ্রামে।’ তিনি জানান, বিদ্যুৎস্পৃষ্ট দুই শ্রমিককে দুপুর পৌনে ২টায় ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আশরাফ আলীর শরীরের ৪২ শতাংশ ও শাকিল আহমেদের শরীরের ৬০ শতাংশ দ্বগ্ধ হয়েছে।’
এদিকে, আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বংশাল থানার সিক্কাটুলী বটতলা মাজার এলাকায় একটি জুতার কারখানায় আগুন লাগলে কারখানার মালিকসহ চার জন দগ্ধ হন। তারা হলে— কারখানার মালিক মুরছালিন মিয়া (২১), কর্মচারি আব্দুল হাদিছ (১৯), আজিজুল ইসলাম (১৫) ও সোহেল মিয়া (২০)। গুরুতর অবস্থায় বেলা ২টার দিকে তাদের ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।
কারখানা মালিক মুরছালিন মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৫ তলা ভবনের নিচ তলায় আমার জুতার কারখানা। এতে ৬-৭ জন শ্রমিক কাজ করেন। আজ (রবিবার) দুপুরে কাজ করার সময় সলিউশন থেকে হঠাৎ আগুন ধরে যায়। এতে আমি ও তিন কর্মচারি আগুনে পুড়ে যাই।’

আরও পড়ুন-

রাজধানীতে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে যুবকের লাশ উদ্ধার

চুরি করে ফল খাওয়ায় শিশুকে গ্রিলের সঙ্গে বেঁধে নির্যাতন!

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ