প্রথমবারের মতো বাংলাদেশ বিমান বাহিনীর দুই নারী পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক ও ফ্লাইট লেফটেন্যান্ট তামান্না-ই-লুৎফী কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োগ পেয়েছেন। অপারেশনাল পাইলট হিসেবে শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের একটি উল্লেখযোগ্য ঘটনা। যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। সোমবার (৪ ডিসেম্বর) তাদের একক উড্ডয়নের মহড়া অনুষ্ঠিত হবে বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ।
আইএসপিআর জানায়, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে মহিলা পাইলট নিয়োগ নারীর ক্ষমতায়নের ক্ষেত্রেও একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। চ্যালেঞ্জিং পেশায় নারী নেতৃত্বে উৎসাহ ও প্রেরণা দেওয়ার লক্ষ্যে এর গুরুত্ব গণমাধ্যমের সাহায্যে জনগণকে জানানো হবে সোমবার। বিমান বাহিনী দু’জন নারী পাইলট ছাড়াও ১৫ জন নারী অফিসারসহ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত ৩টি কন্টিনজেন্টের মোট ৩৫৮ জন শান্তিরক্ষী প্রতিস্থাপন শুরু করেছে।
প্রতিস্থাপন কর্মসূচির অংশ হিসেবে বিমান বাহিনীর ১১৫ জন সদস্য জাতিসংঘের ভাড়া করা বিমানে গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কঙ্গোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন ও প্রশিক্ষণ) এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের বিদায় জানান। কন্টিনজেন্টের বাকি সদস্যরা আগামী ৯ ডিসেম্বরের মধ্যে পর্যায়ক্রমে কঙ্গো যাবেন।
বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিনজেন্টগুলো ইউটিলিটি এভিয়েশন ইউনিট-১৫, এয়ার ফিল্ড সার্ভিসেস ইউনিট-১৫ ও এয়ার ট্রান্সপোর্ট ইউনিট-৮ নিয়ে গঠিত। যার নেতৃত্বে থাকবেন যথাক্রমে এয়ার কমডোর মো. জাহিদুর রহমান, গ্রুপ ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম ও গ্রুপ ক্যাপ্টেন মো. শরীফুল ইসলাম।
কঙ্গোয় বিবদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সে দেশের সরকার এবং আপামর জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
এর আগে গত ২৩ নভেম্বর তারিখে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার কঙ্গোগামী বিমান বাহিনী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে ঘাঁটি বাশার-এ ব্রিফিং দেন। এ সময় মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে তাদের সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান।