X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

‘মাদ্রাসা শিক্ষা নিয়ে বেশি গবেষণা প্রয়োজন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৮, ০০:৩৫আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ১৩:২৬

‘বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

দেশে মাদ্রাসা শিক্ষা নিয়ে বেশি গবেষণার প্রয়োজন আছে বলে মনে করেন গবেষকরা। শনিবার (২৭ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক একটি বইয়ের বাংলা সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

বক্তারা বলেন, আমাদের সমাজে মাদ্রাসা শিক্ষা নিয়েগবেষণার প্রয়োজনীয়তা  অনেক বেশি। আমরা কখনও মাদ্রাসা শিক্ষাকে মূল ধারায় আনার চিন্তা করিনি। আমরা যদি মাদ্রাসা শিক্ষাকে মূল ধারায় নিয়ে আসতাম, তাহলে এই শিক্ষা ব্যবস্থা উন্নত হতো।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল বারকাত বলেন, ‘মাদ্রাসা শিক্ষা থেকে পাস করে বেশির ভাগ বেকার থাকে। এদের যদি হাতে কিছু ধরিয়ে দিয়ে নামিয়ে দেওয়া হয়,তাহলে তারা নেমে যাবে। মাদ্রাসা শিক্ষা শিক্ষার্থীদের মনে ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িক চেতনা নির্মাণে ব্যর্থ। অনেক ক্ষেত্রে ধর্মভিত্তিক রাজনীতি, জঙ্গি সৃষ্টিসহ নানা নেতিবাচক কর্মকাণ্ডে এই শিক্ষার ভূমিকা আছ।’ 

আরেক আলোচক ড. শফিক উজ জামান বলেন, ‘বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা নিষিদ্ধ নয়। অনেকে বাধ্য হয়ে এ শিক্ষায় গেছেন। এজন্য দায়ী আমাদের সমাজব্যবস্থা। এটাকে নিষিদ্ধ না করে এর থেকে উত্তরণের পথ খুঁজে বের করা দরকার।’

প্রসঙ্গত, ২০১১ সালে মাদ্রাসা শিক্ষা নিয়ে ইংরেজিতে গবেষণামূলক প্রবন্ধ ‘বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার রাজনৈতিক অর্থনীতি’ প্রকাশ করেন আবুল বারকাত, রওশন আরা, তাহের উদ্দিন, ফরিদ এম জাহিদ ও মোহাম্মদ বদিউজ্জামান। এবার সেই প্রবন্ধটি বাংলায় ভাষান্তর করেছেন সেলিম রেজা ও সাজেদা রেহানা।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকার কর্মী খুশী কবীর। সূচনা বক্তব্য রাখেন সাবেক নির্বাচন কমিশনার সামছুল হুদা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ড. শফিকুজ্জামান, ইতিহাসবিদ ড. মেজবাহ কামাল, সাবেক প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান, অর্থনীতিবিদ এম এম আকাশ ও বিচারপতি নাসিমুল হক।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা
কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা
আরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
বেইলি রোডের সিরাজ টাওয়ারে আগুনআরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
আগে সরকার ব্যয়ের মহোৎসব করেছে: বাণিজ্য উপদেষ্টা
আগে সরকার ব্যয়ের মহোৎসব করেছে: বাণিজ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ