X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

সোহরাওয়ার্দী মেডিক্যালে ১৪তম এমবিবিএস ব্যাচের ওরিয়েন্টেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৯, ২০:৪৫আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২০:৪৭

শপথ বাক্য পাঠ করছেন শিক্ষার্থীরা একজন চিকিৎসকই মানুষের সংকটাপন্ন মুহূর্তে পাশে থাকেন। তাই চিকিৎসা পেশা যেমন সম্মানের, তেমনি গৌরবের। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের ১৪তম এমবিবিএস ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামের বক্তৃতায় এ কথা বলেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া। কলেজের মিলনায়তনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীদের আগামী পাঁচ বছর নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে নিজেকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. এবিএম মাকসুদুল আলম।
সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. রাজীব দে সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, বাংলাদেশের সব মেডিক্যাল কলেজের একটি ধারাবাহিক ঐতিহ্য এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম। এই দিন মেডিক্যাল কলেজের সব বিষয়ের শিক্ষকেরা একযোগে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেন। এছাড়া শপথ নেওয়ার বিষয়টিও একমাত্র এই চিকিৎসা পেশার শিক্ষার্থীদের ক্ষেত্রেই দেখা যায়।’
শিক্ষার্থীরা শপথ বাক্য পাঠ করছেন এ সময় আরও বক্তব্য রাখেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মামুন মোর্শেদ, শিক্ষক সমিতির সভাপতি ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ও বয়েজ হোস্টেলের তত্ত্বাবধায়ক অধ্যাপক ডা. আ. ম. সেলিম রেজা, এনাটমি বিভাগের প্রধান ও ফেইজ-১ কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. শাহনাজ আকতার, এনাটমি বিভাগের সহযোগী অধ্যাপক ও গার্লস হোস্টেলের তত্ত্বাবধায়ক ডা. আঞ্জুমান আরা, কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মুসাররাত হক, ফার্মাকোলজি বিভাগের প্রধান ও ফেইজ-৩ কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. এলিজা ওমর ইভা, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ. এইচ. এম. ফিরোজ, সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মুস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপাধ্যক্ষ ডা. শাহাদাত হোসেন রিপন। এছাড়া সব বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং লেকচারাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের পর টিচার্স কনফারেন্স রুমে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষকরা। পরে শিক্ষক ও নবীন শিক্ষার্থীদের ফটোসেশনের মাধ্যমে ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষ হয়।

/টিওয়াই/ওআর/
সম্পর্কিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সর্বশেষ খবর
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
সবসময় সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয় না: রাজ্জাক
সবসময় সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয় না: রাজ্জাক
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
উপজেলা নির্বাচনে ভোট দিলেন সাকিব
উপজেলা নির্বাচনে ভোট দিলেন সাকিব
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ