X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

১৮৪ শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বাতিল চেয়েছে এনটিআরসিএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৯, ২৩:০৪আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১৭:১৭

এনটিআরসিএ

নিয়োগ পাওয়া শিক্ষকদের যোগদানে বাধা দেওয়াসহ নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির কারণে দেশের ১৮৪ শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক স্বীকৃতি ও শিক্ষকদের এমপিও বাতিলের সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।  শুক্রবার (২২ মার্চ) রাতে এনটিআরসিএ চেয়ারম্যান এস এম আশফাক হুসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘১৮৪ শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডেমিক স্বীকৃতি ও এমপিও বাতিল চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে তালিকা পাঠিয়েছি।’

মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ দেয় এনটিআরসিএ।  কিন্তু টাকা না পাওয়ায় নিয়োগ পাওয়া শিক্ষকদের যোগদান করতে দিচ্ছে না প্রতিষ্ঠানগুলো। কোথাও যোগদান করতে দিতে সম্মত হলেও লাখ লাখ টাকা দাবি করা হচ্ছে। এছাড়া কোনও কোনও শিক্ষা প্রতিষ্ঠান প্যাটার্ন এর বাইরে চাহিদা দিয়ে শিক্ষক চাইলে সেসব প্রতিষ্ঠানেও শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। তারাও শিক্ষকদের যোগদান করতে দিচ্ছে না। কারণ হিসেবে জানা গেছে, প্যাটার্নের বাইরে নিয়োগ দেওয়া শিক্ষকদের বেতন-ভাতা দিতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে।

এসব বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান এস এম আশফাক হুসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া চাহিদা অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। প্যাটার্ন ঠিক রেখে যেসব প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগ দিয়েছে, তারা সংশ্লিষ্ট শিক্ষককে এমপিওভুক্ত করতে পারবেন। যারা প্যাটার্নের বাইরে নিয়োগ দিয়েছেন, তারা প্রতিষ্ঠান থেকে শিক্ষকের বেতন-ভাতা দেবেন। যদি কোনও শিক্ষক নিয়োগ না পেয়ে থাকেন, তাহলে আমার কাছে আসলে তার যোগদান নিশ্চিত করে দেওয়া হবে।’

গত বছরের ১২ জুন জারি করা বেসরকারি স্কুল-কলেজের এমপিও নীতিমালা ও জনবল কাঠামোর ১৮.১ এর (ঘ) অনুচ্ছেদে বলা হয়েছে, প্রতিষ্ঠান কর্তৃক এনটিআরসিএতে শিক্ষক চাহিদা দিলে উক্ত পদে মনোনীত প্রার্থীকে নিয়োগ দিতে হবে। প্যাটার্নের অতিরিক্ত চাহিদা দিলে সেই শিক্ষক কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা প্রতিষ্ঠান থেকে নির্বাহ করতে হবে। এর ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠানপ্রধানের বেতন ভাতা স্থগিত বা বাতিল করা হবে এবং পরিচালনা কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

/এসএমএ/এএইচ/
সম্পর্কিত
র‌্যাগিং: সিভাসুর ১৯ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার, ২ জনের ছাত্রত্ব বাতিল
পাঠ্যবইয়ের ভুল চিহ্নিত করে প্রস্তাব পাঠানোর আহ্বান
নামেই শুধু সরকারি কলেজ, নানা সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম
সর্বশেষ খবর
গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার
গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
অধিনায়ক মুল্ডারের ডাবল সেঞ্চুরিতে প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার রেকর্ড রান
অধিনায়ক মুল্ডারের ডাবল সেঞ্চুরিতে প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার রেকর্ড রান
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, একজন আহত
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, একজন আহত
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে