X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগে ‘পদোন্নতি’ পেলেন ঢাবি ভিসি’র ছেলে

ঢাবি প্রতিনিধি
১৩ মে ২০১৯, ২২:২৬আপডেট : ১৩ মে ২০১৯, ২৩:০৭

ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন (ডানে) ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঙ্গে কেন্দ্রীয় কমিটিতে সহ-সম্পাদক পদে স্থান পাওয়া আশিক খান। আশিক ঢাবি ভিসি ড. আখতারুজ্জামানের ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের ছেলে আশিক খান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন। এর আগে আশিক খান ছাত্রলীগের ঢাকা জেলা চিকিৎসা শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন। তার এই পদ পাওয়াকে ‘পদোন্নতি’ বলছেন ছাত্রলীগের নাম প্রকাশে অনিচ্ছুক নেতারা। সোমবার বিকালে ছাত্রলীগের ৩০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আশিক খান। পদ পাওয়ার অনুভূতি জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি অনেক আগে থেকেই ছাত্রলীগ করি। আগেও কমিটিতে পদ পেয়েছি। এবার কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ায় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
অন্যদিকে, ছাত্রলীগের কমিটিতে পদ না পাওয়া অনেক নেতাকর্মী আশিক খানের পদ পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
এদিকে, ছাত্রলীগের অনেক পরীক্ষিত নেতাকর্মী ছাত্রলীগের পদ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ছাত্রলীগের সদ্য সাবেক কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সব সময় আপার (শেখ হাসিনা) কথামতো কাজ করেছি। মিছিল মিটিংয়ে সবসময় সামনে ছিলাম। কিন্তু আমাদের মূল্যায়ন করা হয়নি। যারা কোনও দিন ছাত্রলীগের মিছিল মিটিং করেনি তারা আজ কমিটিতে পদ পেয়েছে। এভাবে কর্মঠ, ত্যাগীদের বঞ্চিত করলে ছাত্রলীগের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তা নিয়ে আমরা হতাশ।’
ক্ষোভ প্রকাশ করে সদ্য প্রচার সম্পাদক সাঈফ বাবু বলেন, ‘আজকে ছাত্রলীগের কমিটিতে ভিসির পুত্র পদ পেয়েছেন। আমরা সংকটকালীন মুহূর্তে ছাত্রলীগের সঙ্গে ছিলাম। সব সময় দলের নির্দেশে কাজ করেছি। কিন্তু আমাদের মূল্যায়ন করা হয়নি। এই নিয়ে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানাতে গেলে আমাদের ওপর হামলা চালিয়েছে শোভন-রাব্বানীর অনুসারীরা।’

 

 

আরও পড়ুন:
পূর্ণাঙ্গ হলো ছাত্রলীগের কমিটি


ঢাবিতে মার খেলো ছাত্রলীগের পদবঞ্চিতরা

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
নির্দেশনা না মেনে বিদ্যালয় খোলা রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
রোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
ইউরোপা লিগরোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী