X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

ঢাবি শিক্ষক রুশদ ফরিদীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো অবৈধ: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৯, ১৯:২০আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৯:২২

হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. রুশদ ফরিদীকে বাধ্যতামূলকভাবে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে নিজ বিভাগে যোগদানে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রবিবার (২৫ আগস্ট) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে ড. ফরিদীর পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী সীমন্তী আহমেদ। পরে জ্যোতির্ময় বড়ুয়া জানান, বিশ্ববিদ্যালয় রেগুলেশন অনুসারে কেবল উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কোনও স্টাফকে তিন মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে পারেন। তবে যাকে ছুটিতে পাঠানো হবে তিনি চাইলে চ্যান্সেলরের কাছে আপিল করতে পারেন। কিন্তু কাউকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর এখতিয়ার সিন্ডিকেটের নাই। অথচ ২০১৭ সালের ১২ জুলাই সিন্ডিকেট ড. রুশদ ফরিদীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠান। পরের দিন একটি চিঠির মাধ্যমে রেজিস্ট্রার এ বিষয়টি তাকে অবহিত করেন। চিঠিতে বলা হয়, ‘১২ জুলাই থেকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত আপনাকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হলো। বাধ্যতামূলক ছুটিকালীন আপনাকে বিভাগীয় সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে বিরত রাখা হয়েছে।’
পরে ২০১৭ সালের ১৬ জুলাই ড. ফরিদী কোন কর্তৃত্ব বলে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে তা জানতে চেয়ে ৪৮ ঘণ্টার সময় দিয়ে কর্তৃপক্ষের কাছে আইনি নোটিশ পাঠান। কিন্তু নোটিশের জবাব না পাওয়ায় ২০ জুলাই হাইকোর্টে তিনি রিট দায়ের করেন। পরে ২০১৭ সালের ২৪ জুলাই শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন।
জ্যোতির্ময় বড়ুয়া আরও বলেন, ‘শুনানি শেষে ড. ফরিদীকে নিজ বিভাগে ফেরার বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। এর ফলে রুশদ ফরিদীকে সিন্ডিকেটের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত অবৈধ হওয়ায় তার দায়িত্ব পালনে আর বাধা থাকছে না।’

 

/বিআই/ওআর/
সম্পর্কিত
পাঠ্যবইয়ের ভুল চিহ্নিত করে প্রস্তাব পাঠানোর আহ্বান
নামেই শুধু সরকারি কলেজ, নানা সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম
প্রাথমিক শিক্ষার ঘাটতি কখনও পূরণ হয় না: ডা. বিধান রঞ্জন
সর্বশেষ খবর
রাঙ্গুনিয়ার আইয়ুব বাহিনীর প্রধানসহ ২ জন গ্রেফতার
রাঙ্গুনিয়ার আইয়ুব বাহিনীর প্রধানসহ ২ জন গ্রেফতার
‘নির্বাচনের আগে আ.লীগের নিষেধাজ্ঞা উঠবে কিনা, সেটা সরকারের পলিসির বিষয়’
‘নির্বাচনের আগে আ.লীগের নিষেধাজ্ঞা উঠবে কিনা, সেটা সরকারের পলিসির বিষয়’
মুরাদনগরে তিন জনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২
মুরাদনগরে তিন জনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২
রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমিরকে গুলি: ৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ
রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমিরকে গুলি: ৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ
সর্বাধিক পঠিত
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম