X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আদালতে কেঁদেছেন রিশার মা-বাবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৯, ১৬:৫৪আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৭:৫২

 

সুরাইয়া আক্তার রিশার মা তানিয়া হোসেন রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা (১৫) হত্যা মামলার রায় ঘোষণার সময় শুরু থেকে শেষ পর্যন্ত আদালতে কেঁদেছেন মা তানিয়া হোসেন ও বাবা রমজান আলী। রায় ঘোষণা শেষে সন্তুষ্টি প্রকাশ করে তার মা সাংবাদিকদের বলেন, ‘রায়টা যেন উচ্চ আদালতে বহাল থাকে। আর যেন দ্রত কার্যকর হয়।’

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রিশা হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত আসামি ওবায়দুলকে (২৯) মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রায় ঘোষণার সময় বিচারক বলেন, ‘ঠান্ডা মাথায় পূর্ব পরিকল্পিতভাবে রিশা স্কুলে যাওয়ার পথে আসামি ওবায়দুল খান রিশাকে চাকু দিয়ে পেটের বাঁ পাশে আঘাত করলে আঘাতটি তার পিঠের পেছনে গিয়ে লাগে। এই আঘাতে রিশার মৃত্যু হয়।’

রায় ঘোষণার সময় সুরাইয়া আক্তার রিশার মা-বাবা, তার ছোট ভাই ও বোন আদালতে হাজির ছিলেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টা ৫৫ মিনিটে ওবায়দুল খানকে আদালতে হাজির করা হয়। এরপর বিচারক রায় পড়া শুরু করেন ৩টা ৪ মিনিটে। রায় পড়া শেষ হয় ৩টা ৪৫ মিনিটের আগে। এর আগে ১১ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন ও শুনানি শেষে রাষ্ট্রপক্ষ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী ফারক আহমেদ আসামির খালাস দাবি করেন।

রিশার বাবা-মায়ের সঙ্গে ভাই-বোন ২০১৬ সালের ২৪ আগস্ট দুপুরে রিশাকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ আগস্ট তার মৃত্যু হয়। এ ঘটনায় রিশার মা তানিয়া হোসেন বাদী হয়ে রমনা থানায় মামলা দায়ের করেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৬ সালের শুরুর দিকে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের বৈশাখী টেইলার্সে পোশাক বানাতে দেয় রিশা। ওই টেইলার্সের রসিদে বাসার ঠিকানা ও তার মায়ের মোবাইল নম্বর দেওয়া ছিল। সেখান থেকে মোবাইল নম্বর নিয়ে টেইলার্সের কাটিং মাস্টার ওবায়দুল খান রিশাকে উত্ত্যক্ত করা শুরু করে। পরে ফোন নম্বরটি বন্ধ করে দিলে স্কুলে যাওয়ার পথে রিশাকে উত্ত্যক্ত করতে থাকে সে। তার প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় রিশাকে ছুরিকাঘাত করে ওবায়দুল। ২০১৬ সালের ১৪ নভেম্বর মামলার তদন্ত শেষে ওবায়দুলকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আলী হোসেন। ২০১৭ সালের ১৭ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় ২৬ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
আরও খবর...

পোশাকে রিশার ঘ্রাণ খোঁজেন মা

রিশা হত্যার দায় স্বীকার ওবায়দুলের

রিশার হত্যাকারী ওবায়দুলের মৃত্যুদণ্ড

উইলস লিটল ফ্লাওয়ারের সেই ছাত্রী মারা গেছে

রিশার ঘাতক ওবায়দুলের ফাঁসির দাবিতে রাস্তায় শত শত শিক্ষার্থী

 

 

/টিএইচ/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু