ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. অজয় রায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে বারডেম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে ভর্তি রয়েছেন। তাকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দেওয়া হচেছ বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন তার ছেলে অনুজিৎ রায়।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তিনি জানান, গত সোমবার অজয় রায়কে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা খুবই খারাপ। বার্ধক্যজনিত সমস্যা এবং নিউমোনিয়া ও ব্রংকাইটিসের ফলে ঠিকমতো শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন না তিনি। বর্তমানে বারডেম হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন অজয় রায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অধ্যাপক অজয় রায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি দখলদার বাহিনী নৃশংস গণহত্যা শুরু করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসস্থল ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।। তিনি মুজিবনগর সরকারের পরিকল্পনা সেলের সাম্মানিত সদস্যও ছিলেন।