X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

প্রতিদিন সকালে বিএনপি একই বক্তব্য দেয়: আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২০, ১৪:৫২আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১৫:৩৫

 

আগারগাঁওয়ে নির্বাচনি প্রচারণায় অংশ নেন আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, আমাদের যেমন প্রতিদিন সকালে উঠে নাস্তা করতে হয়, ব্যায়াম করতে হয়, ঠিক তেমনই বিএনপিকে প্রতিদিন একটি করে কথা বলতে হয়। প্রত্যেকদিন সকালে তারা একই বক্তব্য দেয়। বিএনপি মনোনীত প্রার্থীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের শতদল কমপ্লেক্স থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন তিনি।

এসময় তিনি বলেন, ‘আমি যেন জনবিচ্ছিন্ন না হই এবং একইভাবে আমার কাউন্সিলররা যেন জনবিচ্ছিন্ন না হন। আমরা চেষ্টা করবো প্রতিমাসে একবার মিটিং করবো। ওই মিটিং হবে জবাবদিহিতার মিটিং। জনগণের মুখোমুখি হবেন মেয়র নিজে এবং কাউন্সিলররা। এতে আমরা মনে করি, বিভিন্ন ওয়ার্ডের যে সমস্যা আছে সেগুলোর প্রতিফলন হবে। আমরা চাই, ওয়ার্ডভিত্তিক সমস্যার সমাধান করার জন্য।’

বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে আতিক বলেন,  ‘আমাদের যেমন প্রতিদিন সকালে উঠে নাস্তা করতে হয় ও ব্যায়াম করতে হয়, ঠিক তেমনই বিএনপির প্রতিদিন একটি করে কথা বলতে হয়। তারা খালি বলে লেভেল প্লেয়িং ফিল্ড সেইম হচ্ছে না, আমাদেরকে মাঠে নামতে দিচ্ছে না। এধরনের মিথ্যা ও অসত্য প্রচার থেকে আমি অনুরোধ করবো, আমার প্রতিপক্ষকে বিরত থাকার জন্য। তাদের নির্ভিক নেতারা ফার্মগেটে গতকাল ক্যাম্পেইন করেছে। একটি জায়গা বলুক ফার্মগেটে কোথায় তাদের উপরে হামলা হয়েছে। একটি জায়গাতেও হয়নি। গতকাল খিলগাঁও তালতলা এলাকায় রিকশা দিয়ে তারা প্রত্যেক এলাকায় গান বাজিয়েছে। চার দিন আগে আমাদের উত্তরা নির্বাচনি অফিসের সামনে দিয়ে ছাত্রদলের ছেলেরা নির্বিঘ্নে চলাচল করেছে। তাই আমি মনে করি, প্রত্যেকদিন সকাল বেলা উঠেই তাদের একই বক্তব্য। এগুলো পরিহার করে আসুন, আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন করি।’    

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
মগবাজারে হোটেলে একই পরিবারের তিন জনের মৃত্যু: কেয়ারটেকার গ্রেফতার
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ডাকসু নির্বাচন কমিশনের বৈঠক
সর্বশেষ খবর
পুলিশের হামলার প্রতিবাদে পটিয়া থানার সামনে ‘ব্লকেড’ কর্মসূচি
পুলিশের হামলার প্রতিবাদে পটিয়া থানার সামনে ‘ব্লকেড’ কর্মসূচি
প্রথম রাউন্ডে জোকোভিচকে রক্ষা করেছে ‘অলৌকিক ওষুধ’!
প্রথম রাউন্ডে জোকোভিচকে রক্ষা করেছে ‘অলৌকিক ওষুধ’!
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
নতুন অর্থবছরের প্রথম দিনে মোংলা বন্দরে ১৪টি বিদেশি জাহাজ
নতুন অর্থবছরের প্রথম দিনে মোংলা বন্দরে ১৪টি বিদেশি জাহাজ
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!