X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

বাউলশিল্পী শরিয়ত বয়াতির নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২০, ১৬:৪৪আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ১৭:৪৬

বাউলশিল্পী শরিয়ত বয়াতির নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন বাউলশিল্পী শরিয়ত সরকার বয়াতির নিঃশর্ত মুক্তিতে মানববন্ধন করেছে বাংলাদেশ বাউল একাডেমি ফাউন্ডেশন। শুক্রবার (২১ জানুয়ারি) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বাউলরা দেশের কথা বলেন, মানুষের কথা বলেন, ইসলামের কথা নিয়ে গান করেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে এমন গান বাউলরা করেন না। বাউল গান করলে কেউ যদি ধারণা করেন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে, তাহলে তা সম্পূর্ণ ভুল।
বাউল নুর তারা দেওয়ান বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে বাউলদের গ্রেফতার করে দমিয়ে রাখা যাবে না। তারা তাদের গান চালিয়ে যাবেন।
বাংলাদেশ বাউল একাডেমি ফাউন্ডেশনের সভাপতি মো. নেওয়াজ দেওয়ান বলেন, বাউলশিল্পী শরিয়ত বয়াতির বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি শরিয়ত বয়াতির অবিলম্বে নিঃশর্ত মুক্তিসহ তার বিরুদ্ধে দায়ের ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, মো. জালাল বয়াতি, সিরাজ দেওয়ান প্রমুখ।
উল্লেখ্য, গত শুক্রবার (১০ জানুয়ারি) রাত ৩টার দিকে মির্জাপুর থানার এসআই মিজানুর রহমান ও ভালুকা থানার এসআই মো. মুরাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বাসিল গ্রামের একটি গানের আসর থেকে শরিয়ত বয়াতিকে গ্রেফতার করে। পরে রাতেই তাকে মির্জাপুর থানায় নিয়ে যাওয়া হয়। গানের আসরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মির্জাপুর থানায় একটি মামলা (নম্বর-১০) দায়ের করা হয়।

/এইচএন/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মোহাম্মদপুরে ‘ভাইরাল আলভি’সহ ৪ জন গ্রেফতার
ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ডিএসসিসি
সর্বশেষ খবর
শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত: গয়েশ্বর চন্দ্র
শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত: গয়েশ্বর চন্দ্র
‘জনবান্ধব ও মানবিক পুলিশ গড়তে সংস্কারের বিকল্প নেই’
গোলটেবিল বৈঠকে বক্তারা‘জনবান্ধব ও মানবিক পুলিশ গড়তে সংস্কারের বিকল্প নেই’
সারা দেশে গ্রেফতার আরও ১৫৪২
সারা দেশে গ্রেফতার আরও ১৫৪২
আগামী সপ্তাহেই হতে পারে গাজায় যুদ্ধবিরতি: হামাসের ‘ইতিবাচক’ সাড়ার পর ট্রাম্প
আগামী সপ্তাহেই হতে পারে গাজায় যুদ্ধবিরতি: হামাসের ‘ইতিবাচক’ সাড়ার পর ট্রাম্প
সর্বাধিক পঠিত
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ