X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘কি এক মুখোশ দিছে, নাক ঢাকলে মুখ ঢাকে না’

হাসনাত নাঈম
৩১ মার্চ ২০২০, ১৮:৪৭আপডেট : ৩১ মার্চ ২০২০, ১৮:৫৭

‘কি এক মুখোশ দিছে, নাক ঢাকলে মুখ ঢাকে না’ ‘কি এক ভাইরাসের জন্য আমগো স্যার একটা মুখোশ দিছে। মুখোশ পড়লে, নাক ঢাকলে মুখ ঢাকে না। ছুড মুখোশ। পরে আমি একটা নিজের টেকা দিয়া কিনছি।’ করোনাভাইরাসের থেকে সুরক্ষা পেতে কি পদক্ষেপ নিয়েছেন— এমন কথা জানতে চাইলে এটিএম বুথের এক নিরাপত্তা কর্মী এভাবেই বাংলা ট্রিবিউনের কাছে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বর্তমানে করোনাভাইরাস বিশ্বের ২০০টি দেশে ছড়িয়ে পড়েছে। সেই তালিকায় রয়েছে বাংলাদেশও। তাই, করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকার নিয়েছে নানা পদক্ষেপ। জরুরি সেবা ছাড়া বন্ধ রয়েছে সকল সরকারি-বেসরকারি অফিস, সীমিত আকারে চলছে ব্যাংকগুলো। এই জরুরি সেবার মধ্যে অন্যতম ব্যাংকগুলোর এটিএম বুথ। গ্রাহকদের ২৪ ঘণ্টা টাকা উত্তোলণের সুবিধার্থে চালু রয়েছে এটিএম সেবা। সারাদেশে ছড়িয়ে থাকা ব্যাংকগুলোর প্রতিটি এটিএম বুথে রয়েছেন একজন করে নিরাপত্তাকর্মী। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সরকারের আহবানে দেশবাসী হোম কোয়ারেন্টিনে থাকলেও সেই সুযোগ নেই তাদের। নিরাপত্তার স্বার্থে সবসময়ই থাকতে হচ্ছে বুথ পাহাড়ায়।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, জিগাতলা, কলাবাগান, মিরপুর রোড, কারওয়ান বাজার এলাকার বুথগুলো ঘুরে দেখা যায়, সেখানের নিরাপত্তাকর্মীরা করোনাভাইরাস বিষয়ে খুব একটা সচেতন না। আর নিরাপত্তাকর্মীদের বেশিরভাগেরই বয়সই পঞ্চাশোর্ধ। তারা মনে করেন, এই ভাইরাস তাদের খুব একটা কিছু করতে পারবে না। এসময় অনেকের মুখে মাস্ক ও হ্যান্ডগ্লাভস দেখা যায়নি। ব্যাংকগুলো হ্যান্ড স্যানিটাইজার দিলেও ব্যবহারের ব্যাপারে অজ্ঞ ও উদাসিন। এদিকে বেশির ভাগই ঢাকায় বিভিন্ন মেসে থাকেন। সবকিছু বন্ধ থাকায় তারা নিয়মিত খাওয়া-দাওয়াও করতে পারছেন না বলেও অভিযোগ করেন।

‘কি এক মুখোশ দিছে, নাক ঢাকলে মুখ ঢাকে না’ ধানমন্ডি ২৭ নম্বর রোডের আইসিবি ইসলামী ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী করিমুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমগো বয়স হইয়া গেছে, কয়দিনই বাঁচমু। এহন ভাইরাসে কিছু হবে না। খাইয়া না খাইয়া এহানেই থাকি। কেউ কিছু দেয় নাই। আমগো কোম্পানি এক জুড়া হাত মুজা দিছে। মেসে থাকি, সব বন্ধ। খাওনের কোনও ঠিক থাকেনা। আল্লায় জানে কবে ঠিক হবো। ভাইরাসে না, না খাইয়া মরমু এহন।’

আরেক নিরাপত্তা কর্মী হানিফ জানান, ‘কি এক ভাইরাসের জন্য আমগো স্যার একটা মুখোশ দিছে। মুখোশ পড়লে, নাক ঢাকলে মুখ ঢাকে না। ছুড মুখোশ। পরে আমি একডা নিজের টেকা দিয়া কিনছি। ব্যাংক থিকা একটা বোতলও দিছে, হাতে মাখবার কইছে।’

জিগাতলার রাইফেল স্কয়ারে এক সঙ্গে রয়েছে ১০টি ব্যাংকের বুথ। সেখানে গিয়ে দেখা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে তাদেরও নেই কোনও সুরক্ষার চিন্তা। ব্যাংক বা নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো তাদের কিছু দেয়নি বলে অভিযোগ করেন অনেকে। অন্যান্য সময়ের মতো তাদের সাধারণভাবেই চলতে দেখা যায়।

এদিকে সিকিউরিটি কোম্পানিগুলো বলছে, তারা কর্মীদের হ্যান্ড গ্লাভস ও মাস্ক দিচ্ছে। বাকি প্রয়োজনীয় জিনিসগুলো নিয়োগপ্রাপ্ত কোম্পানি দিচ্ছে। আর তাদের সবসময় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে কন্ট্রোল রুম থেকে।

‘কি এক মুখোশ দিছে, নাক ঢাকলে মুখ ঢাকে না’ সেন্ট্রি সিকিউরিটি সার্ভিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হাসানুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দিচ্ছি। শুধু তো দিলেই হবে না। পাশাপাশি আমাদের কন্ট্রোল রুম থেকে প্রতিটি জোনে ফোন করে তাদের সচেতন করার চেষ্টা করছি। কারণ, এই মানুষগুলোকে সুস্থ রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য।’

অরিয়ন সিকিউরিটি সর্ভিসেস লিমিটেডের ম্যানেজার মাইনুল হাসানও একই কথা জানালেন। তারা শুধু  হ্যান্ড গ্লাভস ও মাস্ক দিয়েছেন নিরাপত্তাকর্মীদের। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চলছে আলোকচিত্র প্রদর্শনী ‘অল দ্য ওয়েদারস’
চলছে আলোকচিত্র প্রদর্শনী ‘অল দ্য ওয়েদারস’
প্রিয় দশ
প্রিয় দশ
সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা
সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা
সালাউদ্দিনের সমালোচনা আর ঢাকার গরম নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন
সালাউদ্দিনের সমালোচনা আর ঢাকার গরম নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ