রাজধানীর কমলাপুর টিটি পাড়া মেথর পট্টি বস্তিতে আগুনের ঘটনায় অন্তত ৪০টি ঘর পুড়ে গেছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (২৭ জুন) সকালে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি জানান, 'শুক্রবার দিনবাগত রাত রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে আমাদের কর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান। ১১টি ইউনিট চেষ্টা চালিয়ে রাত ২টি ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।'
তিনি আরও বলেন, 'আগুনে ৩৫-৪০টি ঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।' কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।