X
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২

ট্রেনের ফিরতি যাত্রায় স্বস্তি, নেই শিডিউল বিপর্যয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২৫, ১৪:০৮আপডেট : ১২ জুন ২০২৫, ১৪:০৮

ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে ট্রেনে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষেরা। এবারের ফিরতি যাত্রায় স্বস্তি প্রকাশ করেছেন অনেক যাত্রী। ট্রেন চলাচলে নেই শিডিউল বিপর্যয়।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ১২টায় কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, রাজশাহী থেকে আসা আন্তঃনগর ট্রেনে বিপুল সংখ্যক যাত্রী নেমেছেন, যা সকাল থেকে দ্বিগুণের বেশি। কর্তৃপক্ষ বলছে, ধীরে ধীরে বাড়বে ফিরতি যাত্রীর চাপ। শুক্র ও শনিবার নাগাদ যাত্রী চাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, শনিবার শেষ হচ্ছে ১০ দিনের সরকারি ছুটি।

অবশ্য বাড়তি যাত্রী চাপ সামলাতে ৫ জোড়া (১০টি) ঈদ স্পেশাল ট্রেন চালু রয়েছে বলে জানায় রেলওয়ে সূত্র।

এগুলো ঈদের আগে ও পরে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী চলাচল করছে। যাত্রীদের সুবিধার্থে প্রতিটি ট্রেনের সূচি আগেই নির্ধারণ করে দেওয়া হয়েছে। অবশ্য আন্তঃনগর ট্রেনগুলো আগের মতোই চলবে বলে জানানো হয়েছে।

ট্রেনের ফিরতি যাত্রায় স্বস্তি, নেই শিডিউল বিপর্যয় শিডিউল অনুযায়ী, যাত্রীবাহী চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২ চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলাচল করবে। ট্রেন দুটি ঈদের আগে ৪-৬ জুন চলেছে এবং ঈদের পর ৯ জুন চলাচল শুরু হয়েছে, যা চলবে ১৪ জুন পর্যন্ত।

চাঁদপুর ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম থেকে বৃহস্পতিবার দুপুর ৩টা ২০ মিনিটে ছেড়ে চাঁদপুর পৌঁছাবে রাত ৮টা ১৫ মিনিটে।

চাঁদপুর ঈদ স্পেশাল-২ চাঁদপুর থেকে রাত সাড়ে ৩টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে শুক্রবার সকাল ৮টা ১০ মিনিটে।

তিস্তা ঈদ স্পেশাল-৩ ও ৪ ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে চলাচল করবে। ট্রেন দুটি ঈদের আগে ৪-৬ জুন চলাচল শুরু করেছে। ঈদের পরে ৯ জুন থেকে শুরু হয়েছে, যা চলবে ১৪ জুন পর্যন্ত। তিস্তা ঈদ স্পেশাল-৩ ঢাকা থেকে সকাল সাড়ে ৯টায় ছেড়েছে, জামালপুরের দেওয়ানগঞ্জ পৌঁছবে বিকাল সাড়ে ৩টায়। তিস্তা ঈদ স্পেশাল-৪ দেওয়ানগঞ্জ থেকে বিকাল সাড়ে ৪টায় ছেড়ে ঢাকা পৌঁছাবে রাত ১০টা ১৫ মিনিটে।

ট্রেনের ফিরতি যাত্রায় স্বস্তি, নেই শিডিউল বিপর্যয় পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০ জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে চলাচল করছে। ট্রেন দুটি ঈদের আগে ৪-৬ জুন চলাচল শুরু করেছে  এবং ঈদের পরে ৯-১৪ জুন পর্যন্ত চলাচল করছে। পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ জয়দেবপুর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ছেড়ে পার্বতীপুর পৌঁছাবে রাত আড়াইটায়।

পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ পার্বতীপুর থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়েছে, জয়দেবপুর পৌঁছাবে দুপুর ২টা ২০ মিনিটে।

পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ জয়দেবপুর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়েছে, পার্বতীপুর পৌঁছাবে দুপুর ২টা ৫০ মিনিটে।

দুপুর ১টায় কমলাপুর স্টেশনের মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সকাল থেকে সব ট্রেন সময়মতো এসেছে। এখন পর্যন্ত কোনও শিডিউল বিপর্যয় নেই। যাত্রীদের পক্ষ থেকে ভোগান্তির অভিযোগ পাওয়া যায়নি। তিনি জানান, শুক্রবার ও শনিবার যাত্রীর চাপ বাড়বে। স্টেশনে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং বিনা টিকিটে ভ্রমণকারীদের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

/এমকে/এমএস/
সম্পর্কিত
কমলাপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো বৃদ্ধার
সাড়ে ৪ ঘণ্টা পর খুলনা থেকে সারা দেশে রেল যোগাযোগ স্বাভাবিক
তিন ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক
সর্বশেষ খবর
আ.লীগ রাজনীতিতে ফেরার আর কোনও সুযোগ পেতে পারে না: আখতার
আ.লীগ রাজনীতিতে ফেরার আর কোনও সুযোগ পেতে পারে না: আখতার
তাজউদ্দিন আহমেদের জন্মশতবার্ষিকীতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ সোহেল তাজের
তাজউদ্দিন আহমেদের জন্মশতবার্ষিকীতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ সোহেল তাজের
গোপালগঞ্জে সহিংসতায় ৪ জন নিহত, অর্ধশতাধিক আহত: পুলিশ প্রতিবেদন
গোপালগঞ্জে সহিংসতায় ৪ জন নিহত, অর্ধশতাধিক আহত: পুলিশ প্রতিবেদন
গোপালগঞ্জে নিহত চার জনের দাফন ও সৎকার সম্পন্ন
গোপালগঞ্জে নিহত চার জনের দাফন ও সৎকার সম্পন্ন
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় ট্রল করে ফেসবুকে পোস্ট, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় ট্রল করে ফেসবুকে পোস্ট, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার
মোহাম্মদপুরে ১ ঘণ্টার ব্যবধানে গুলি ও কুপিয়ে দুজনকে হত্যা, আটক ২
মোহাম্মদপুরে ১ ঘণ্টার ব্যবধানে গুলি ও কুপিয়ে দুজনকে হত্যা, আটক ২
জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: আসিফ মাহমুদ
জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: আসিফ মাহমুদ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
আপনাদের অপদস্থ হতে দেখাটা আমাদের জন্য কষ্টের: উমামা
আপনাদের অপদস্থ হতে দেখাটা আমাদের জন্য কষ্টের: উমামা