X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

কর্মস্থলে ফিরতে সরকারের সহযোগিতা চান ছুটিতে আসা মালয়েশিয়া প্রবাসীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪১

মালয়েশিয়া প্রবাসীদের মানববন্ধন দ্রুত কর্মস্থলে ফিরে যেতে সরকারের সহযোগিতা কামনা করেছেন মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে এসে আটকেপড়া প্রবাসীরা। এ ব্যাপারে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তারা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছুটিতে আসা মালয়েশিয়া প্রবাসীদের আয়োজনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে শতাধিক মালয়েশিয়া প্রবাসী অংশগ্রহণ করেন। এ সময় তারা মালয়েশিয়ায় ফেরত যাওয়ার ব্যাপারে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের দাবি জানান। এছাড়া, মালয়েশিয়ায় কর্মস্থলে ফিরতে না পারা পর্যন্ত তাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য দাবি তোলা হয় মানববন্ধনে।

নরসিংদী থেকে মানববন্ধনে এসেছেন মো. মোস্তফা। ৫০০ টাকা ধার করে মানবন্ধনে ঢাকায় এসেছেন জানিয়ে তিনি বলেন, ‘৮ মাস পার হয়ে গেলো, এখনও যাওয়ার কোনও আশা দেখছি না। আমরা চাই, সরকার যেন কূটনীতিক উদ্যোগ নিয়ে আমাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করে। এখন আমাদের চলার মতো আর্থিক সক্ষমতা নেই। আমরা জানি না সামনে কী হবে।’

মালয়েশিয়া প্রবাসীদের মানববন্ধন মানববন্ধনে অংশ নেওয়া প্রবাসীরা মালয়েশিয়া থেকে কেউ সাত মাস, কেউ আট মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন। তিন-চার মাসের ছুটি শেষে আবার ফিরে যাবেন কর্মস্থলে। তবে করোনাভাইরাসের কারণে মালয়েশিয়ায় বিদেশিদের প্রবেশের নিষেধাজ্ঞা থাকায় তাদের আর ফেরা হয়নি। কবে উঠবে নিষেধাজ্ঞা, কবে তারা ফিরতে পারবেন তার কোনও নিশ্চয়তা নেই। এই অনিশ্চয়তায় হতাশা বাড়ছে তাদের।

মানববন্ধন আয়োজনের অন্যতম উদ্যোক্তা রুবেল ভুঁইয়া বলেন, ‘আমরা চাই, মালয়েশিয়া সরকারের সঙ্গে যোগাযোগ করে আমাদের ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করুক সরকার। যাদের ভিসার মেয়াদ শেষ তাদের মেয়াদ বাড়ানোর ব্যবস্থা নেওয়া হোক। তা না হলে অনেকেই কর্মহীন হয়ে পড়বেন। মালয়েশিয়া প্রবেশের অনুমতি আসলে যেন সরকার সবাইকে দ্রুত সময়ে ফিরে যেতে সহায়তা করে এটা আমাদের প্রত্যাশা।’

রুবেল ভুঁইয়া আরও বলেন, ‘প্রবাসীদের ঋণ দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু কঠিন শর্ত দেওয়ার কারণে এই ঋণ তারা পাচ্ছেন না। প্রবাসীদের জন্য ঋণের শর্ত সহজ করতে হবে।’

প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশ ও মালয়েশিয়ার আকাশপথে যোগাযোগ বন্ধ হয় মার্চে। পরে জুলাই মাসে শর্ত সাপেক্ষে ট্রানজিট যাত্রী ও মালয়েশিয়ার রেসিডেন্স পারমিটধারী, পেশাজীবী ও শিক্ষার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের মালয়েশিয়ায় যেতে ও দেশে ফেরার সুযোগ দেওয়া হয়নি। কয়েকটি এয়ারলাইন্স ফ্লাইট শুরু করে ঢাকা-মালয়েশিয়া রুটে। তবে ৪ সেপ্টেম্বর ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশন জানিয়েছে, ৭ সেপ্টেম্বর থেকে বাংলাদেশসহ ২৩ দেশের রেসিডেন্স পারমিটধারী, পেশাজীবী, শিক্ষার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অনির্দিষ্ট সময়ের জন্য। 

ছবি: সাজ্জাদ হোসেন

 

/সিএ/এমএএ/
সম্পর্কিত
শিক্ষার্থীদের সহায়তা দিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ের ২ মিলিয়ন ডলারের ‘স্টার্টআপ ফান্ড’
মেধাবীদের টানতে যুক্তরাজ্যের বিশেষ প্রকল্প, বাংলাদেশিদের জন্য সম্ভাবনা
কাতারে বাংলাদেশি নাগরিকদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক থাকার আহ্বান
সর্বশেষ খবর
দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা: রিজভী
দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা: রিজভী
আইএস নেটওয়ার্ক ভেঙে দিলো মালয়েশিয়া, জড়িত বাংলাদেশি শ্রমিকরা
আইএস নেটওয়ার্ক ভেঙে দিলো মালয়েশিয়া, জড়িত বাংলাদেশি শ্রমিকরা
ফ্যাসিস্ট হটানোর পরে দেশে আবার সন্ত্রাস-চাঁদাবাজি শুরু হয়েছে: নাহিদ ইসলাম
ফ্যাসিস্ট হটানোর পরে দেশে আবার সন্ত্রাস-চাঁদাবাজি শুরু হয়েছে: নাহিদ ইসলাম
জুলাইকে উৎসর্গ করে ১১ জুলাই থেকে ‘অন্যদিন…’
জুলাইকে উৎসর্গ করে ১১ জুলাই থেকে ‘অন্যদিন…’
সর্বাধিক পঠিত
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল