X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

১০ ঘণ্টায়ও নেভেনি আগুন, গুদামে ছিল বিপুল পরিমাণ কেমিক্যাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২০, ১৩:৫৭আপডেট : ২১ অক্টোবর ২০২০, ১৪:০৮

কারখানায় বিপুল পরিমাণ কেমিক্যাল মজুত ছিল রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অ্যাপেক্সের ফোম কারখানা এবং টায়ারের গুদামের ভয়াবহ আগুন ১০ ঘণ্টায়ও নেভানো সম্ভব হয়নি। তবে ভোরের দিকে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট তিন ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ তথ্য জানান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, ঘটনাস্থলে একটি ফোমের কারখানা এবং আরেকটি টায়ারের গুদাম রয়েছে। ধারণা করা হচ্ছে, ফোম কারখানা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। সেখানে বিপুল পরিমাণ বিপজ্জনক কেমিক্যাল মজুত ছিল। পাশাপাশি, টায়ারের গুদামের আগুন এখনও জ্বলছে।

১০ ঘণ্টায়ও নেভেনি আগুন, গুদামে ছিল বিপুল পরিমাণ কেমিক্যাল প্রত্যক্ষদর্শী আজাদ হোসেন বলেন, ‘গত মধ্যরাত আনুমানিক আড়াইটার দিকে একটি বিকট শব্দ হয়। তারপর এসে দেখি আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে ৯৯৯-এ ফোন করলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে আরও ইউনিট যোগ হয়ে কাজ শুরু করে।’

সরেজমিনে দেখা যায়, অ্যাপেক্স ফোম কারখানা ও টায়ারের গুদামে এখনও আগুন জ্বলছে। পুরো কারখানাটি পুড়ে ছাই হয়ে গেছে। লোহার পাত্রগুলো পুড়ে বিবর্ণ হয়ে গেছে। থরে থরে কেমিক্যালের ড্রাম সাজানো রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক উপস্থিত ফায়ার কর্মকর্তা বলেন, ‘এখানে সবগুলো কেমিক্যাল ড্রামে যদি আগুন ঠিকমতো ধরে যেত তাহলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়তো।’

১০ ঘণ্টায়ও নেভেনি আগুন, গুদামে ছিল বিপুল পরিমাণ কেমিক্যাল ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে রিমেল হোসেন বলেন, ‘আগুন এখনও যেহেতু নেভানো যায়নি তাই ক্ষয়ক্ষতির রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছায়নি। আগুন নির্বাপণের পর এ বিষয়ে জানানো যাবে।’

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৩টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরহাদ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, রাত ৩টা ১০ মিনিটে আগুনের বিষয়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরও সাতটি ইউনিট যোগ দেয়।

 

/এসএইচ/এমএএ/
সম্পর্কিত
তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা
রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে অনুরাগীদের ঢল
সর্বশেষ খবর
রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
৯০তম জন্মদিনে আরও ৪০ বছর বাঁচাতে চান দালাই লামা
৯০তম জন্মদিনে আরও ৪০ বছর বাঁচাতে চান দালাই লামা
ভাষানটেকে শিশুর মরদেহ উদ্ধার
ভাষানটেকে শিশুর মরদেহ উদ্ধার
র‌্যাগিং: সিভাসুর ১৯ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার, ২ জনের ছাত্রত্ব বাতিল
র‌্যাগিং: সিভাসুর ১৯ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার, ২ জনের ছাত্রত্ব বাতিল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল