মাহে রমজানের দ্বিতীয় দিনে রাজধানী ধানমন্ডির কলাবাগানসহ আশপাশের এলাকায় বসেছে ইফতার বাজার। সর্বাত্মক লকডাউনের ২য় দিন স্বাস্থ্য বিধি মেনেও সরগরম ছিল ইফতার বাজার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের আনাগোনাও বাড়তে থাকে। জিলাপি, হালিম, দই, দইবড়া, সিঙ্গাড়া, সমুচা, রোল ইত্যাদি পদ কিনতেই ঘরের বাইরে আসেন সাধারণ মানুষ। স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ দূরত্ব ও সরকারি প্রজ্ঞাপন মেনেই ইফতার বিক্রি করছেন দোকানিরা।
দেখুন ছবিতে...