X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

যাদের ঘরে ফেরা হয় না

উদিসা ইসলাম
১৪ মে ২০২১, ১০:৪৭আপডেট : ১৪ মে ২০২১, ১০:৪৭

সেই ত্রিশ বছর আগে ঘর ছেড়েছিলাম। তখন আমার বয়স ১৬। ধীরে ধীরে শরীর মনে পরিবর্তন লক্ষ করে বুঝেছিলাম এই সমাজ আমাকে বেমানান ভাবছে। নিজের পরিবারের সদস্যরা অচেনা হতে শুরু করে। সেই ছেড়ে আসার পর আর ফেরা হয়নি। ত্রিশ বছর ঈদে অন্যদের ঘরে ফিরতে দেখে নিজের পরিবারকে মনে পড়ে, মন খারাপ হয়, কিন্তু ফেরা হয় না।

ঈদে নাড়ির টানে ঘরে ফেরা নিয়ে কথাগুলো বলছিলেন ট্রান্সজেন্ডার জয়া শিকদার। তিনি বলেন, ‘ঈদে আমি এখন ঢাকাতেই থাকি। ভালো রান্না করি, ঘুরি। কিন্তু কোথায় যেন কী নেই—এই অনুভূতি নিয়ে কাটে। এ সমাজ ট্রান্সজেন্ডারদের জায়গা দিতে চায় না, পরিবার পরিচয় দিতে চায় না।’

জয়া শিকদার জানান, ট্রান্সজেন্ডার বিষয়টির সঙ্গেই ওরিয়েন্টেশন ঘটেনি—এই জটিল বাস্তবতায় বেড়ে উঠতে গিয়ে যখন দেখেন সমাজের চোখে তারা ‘ন্যাচারাল’ নন, তখন নেমে আসে খড়গ। ছেলে হিসেবে জন্মে শৈশব পার না করতেই যখন সে মেয়ে সত্তায় বাঁচতে শুরু করে প্রথমে মারধর, অপমান আর তারপরে সমাজচ্যুতি ঘটে।

ট্রান্সজেন্ডারের একজন ১৬ বছরে বেরিয়ে আর কখনোই বাড়ি ফিরেছেন কিনা জানতে চাইলে জয়া বলেন, ‘ফিরেছি তো। মা যেদিন মারা গেলেন। গেলাম শেষবার দেখতে। ছদ্মবেশ নিতে হলো, যাতে কেউ আমাকে চিনে না নেয়। যেটুকু সময় ছিলাম দূরে দূরে থাকতে হলো, যাতে আমার জন্য পরিবারের অন্যরা ছোট না হয়। বাবা সরাসরি বলে দিলেন, ‘আমি চাই না তোমাকে কেউ চিনুক আর আমাকে দুকথা শুনিয়ে যাক। এই তো ঘরে ফেরা।’

কেবল ট্রান্সজেন্ডার জয়ার নয়, বাকি যারা ঢাকায় বেঁচে থাকার লড়াই করছেন তাদের সবারই একই কাহিনী। হিজড়ারা এই ঈদের দিনে কী করে? তাদের কী ফেরা হয় না। কেউ কেউ ফেরেন শত অপমান নিয়েও। ঈদের দিন কীভাবে কাটে বলতে গিয়ে শিল্পা (ছদ্মনাম) বলেন, ‘নাম বললে অনেক ঝামেলা। আমরা এই দিনে সকালে গুরুর (কমিউনিটি লিডার) কাছে যাই। সেখানে সবাই মিলে সময় কাটাই। বিকালে পরিচিত বন্ধুদের সময় দিই যদি তাদের সময়ে টান না পড়ে।’

তাদের কথাতে বোঝা যায়, পরিবার, সমাজ থেকে বঞ্চিত হয়ে তারা নিজেদের সমাজ তৈরি করেছে। এই লকডাউন পরিস্থিতিতে ট্রান্সজেন্ডার/ হিজড়া/যৌনকর্মীরা অর্থ, দ্রব্য যোগাড় করতে জীবনের কঠিন লড়াই করেছেন। এবারের ঈদের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে এই তিনি গোষ্ঠীকে অর্থ সহায়তা দেওয়া হয়। জয়া লেখেন, আপনারা যে অর্থ দিয়েছেন এবং খাদ্যসামগ্রী দিয়েছেন তা সুষ্ঠুভাবে বন্টন করতে পেরেছি এবং যথাসম্ভব চেষ্টা করেছি অসহায় ব্যক্তির হাতে সঠিকভাবে সাহায্য তুলে দেওয়ার জন্য। আপনারা অর্থ এবং খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেছেন, এ জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। যে সমাজ আমাদের গ্রহণ করেনি সেই সমাজের অনেককেই আমরা বন্ধু তালিকায় পেয়েছি।

উল্লেখ্য, হিজড়া একটি সংস্কৃতি। রূপান্তরিত নারী ও রূপান্তরিত পুরুষরা এই সংস্কৃতির মধ্যে থাকেন। ট্রান্সজেন্ডার হলো জেন্ডার আইডেন্টিটি, লৈঙ্গীক পরিচয়। অনেকে ছেলের শরীর নিয়ে জন্মে কিন্তু মনে মনে নারী সত্তায় অবস্থান করেন এবং এক সময় তাদের শরীরটাকেও নারীর দিকেই নিয়ে যায়। একইভাবে নারীর শরীর নিয়ে জন্মে মনে মনে পুরুষের সত্তায় বেঁচে থাকতে নিজেকে পরিবর্তন করে পুরুষ হিসেবে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র