X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

নিবন্ধিত নিউজ পোর্টালের সংখ্যা নিয়ে বিভ্রান্তি: যা জানালেন আইনজীবীরা

বাহাউদ্দিন ইমরান
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৫

উচ্চ আদালত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশনা দেন। আদালতে রিটকারী আইনজীবী ৯২টি নিবন্ধনপ্রাপ্ত নিউজ পোর্টালের বাইরে বাকিগুলো বন্ধের নির্দেশনা চাইলে দেখা দেয় বিভ্রান্তি। দেশে এ পর্যন্ত ৮৫টি অনলাইন পোর্টালকে নিবন্ধন দেওয়া হয়েছে। তাহলে ৯২ সংখ্যাটি এলো কোথা থেকে।

তথ্য মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা যায়, দেশে এ পর্যন্ত মোট ৮৫টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়। এবং দৈনিক পত্রিকা যারা প্রকাশ করেন তাদের ৯২টিকে অনলাইন সংস্করণের অনুমতি দেওয়া হয়। দুটি দুই ক্যাটাগরির নিবন্ধন। তাহলে কোন বিষয়ে আদালতের নির্দেশনা চাইলেন জানতে চাইলে আইনজীবী বলেন, মূলত অনিবন্ধিত অনলাইন পোর্টালকেই বুঝানো হয়েছে। এখানে সংখ্যাটা গুরুত্বপূর্ণ নয়। সুনির্দিষ্ট ৯২টি বাদে অন্যগুলো বন্ধ করে দিতে বললে আইনিভাবে নিবন্ধন পাওয়া ৮৫টিও ক্ষতিগ্রস্ত হতে পারে মনে করেন কিনা – এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না সেটি হওয়ার সুযোগ নেই। সংখ্যার বিষয়টি বিবেচ্য নয়, পোর্টালটি নিবন্ধিত নাকি অনিবন্ধিত সে দিকেই হাইকোর্ট আদেশ দিয়েছেন।

আইনজীবী রাশিদা চৌধুরী নীলু  বলেন, আমরা আজকে রিটের পক্ষে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি আবেদন দাখিল করেছিলাম। ওই শুনানিতে আমরা আদালতে একটি তালিকা দাখিল করি। নিবন্ধিত নিউজ পোর্টালের সম্পূর্ণ তালিকা আমাদের কাছে না থাকায় আমরা একটা ‘নমুনা তালিকা’ জমা দেই। মূলত নিবন্ধিতদের পূর্ণাঙ্গ ও সুনির্দিষ্ট তালিকা বিটিআরসির কাছে রয়েছে। তাই হাইকোর্ট এ বিষয়ে যে আদেশ দিয়েছেন, তাতে করে সংখ্যার প্রতি গুরুত্ব দেওয়ার সুযোগ থাকছে না। মূলত যারা এখনও অনিবন্ধিত তাদের পোর্টালগুলো সাত দিনের মধ্যে  বন্ধ করতে হবে।

আরেক রিটকারী আইনজীবী জারিন রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, সম্প্রতি বিভিন্ন নিউজ পোর্টালের নামে কিছু ব্যক্তি ডোমেইন ক্রয় করে এমনভাবে নিউজ বা নিউজের শিরোনাম পরিবেশন করছেন, যা অনৈতিক ও মানহানিকর। তাই এই রিট দায়ের করেছিলাম। রিটে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছিলো।

তিনি বলেন, আমরা রিটের মাধ্যমে এমন নির্দেশনা চেয়েছিলাম যেন অনিবন্ধিতদের নিবন্ধনের আওতায় আনা হয়। এ বিষয়টি আমরা আদালতে আজ তুলে ধরি। আমাদের স্থগিত আবেদনের শুনানি নিয়ে আজ অনিবন্ধিত সব নিউজ পোর্টাল বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সাত দিনের মধ্যে নিউজ পোর্টালগুলো বন্ধ করে হাইকোর্টকে সম্পূরক আবেদন আকারে জানাতে বিটিআরসির চেয়ারম্যান এবং প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 
বাংলা ট্রিবিউনসহ ৩৪টি অনলাইন পোর্টাল নিবন্ধনের অনুমতি পেলো

নিবন্ধনের অনুমোদন পেলো আরও ৫১ অনলাইন নিউজ পোর্টাল

/ইউআই/‌এমএস/
সম্পর্কিত
অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ: লিভ টু আপিল শুনানি ১৬ জুলাই
মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা: খালাস চেয়ে হাইকোর্টে হিটু শেখের আপিল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক