X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

টিকার সার্টিফিকেট জালিয়াতি চলছেই, টার্গেট প্রবাসী কর্মীরা

চৌধুরী আকবর হোসেন
২৫ জানুয়ারি ২০২২, ২৩:০৯আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ২৩:০৯

টাকা দিলেই পাওয়া যাচ্ছে করোনা ভ্যাকসিনের সার্টিফিকেট। তথ্য-প্রমাণসহ বাংলা ট্রিবিউন গত অক্টোবরে এমন খবর প্রকাশ করলে মাঠে নামে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। ভ্যাকসিনের সার্টিফিকেট জালিয়াত চক্রের কমপক্ষে ২০ জন সদস্য আটকও হয়। বাড়ানো হয় নজরদারি। তবে থেমে নেই জালিয়াত চক্র। বরং আগের চেয়ে জোরেসোরে মাঠে নেমেছে তারা।

টিকা নয়, টাকা দিলেও পাওয়া যাচ্ছে ভ্যাকসিন সার্টিফিকেট

আগে গোপনে প্রচার হলেও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে প্রচার করে বেড়াচ্ছে এই অসাধু কারবারিরা। এবার তাদের টার্গেট বিদেশগামী প্রবাসী কর্মীরা। কারণ অনেক দেশেই ভ্যাকসিন ছাড়া যাওয়া সম্ভব নয়।

সূত্র জানায়, ট্রাভেল এজেন্সি, টিকেটিং এজেন্সি ও স্বাস্থ্য অধিদফতরের কর্মীদের নিয়ে গড়ে উঠেছে সার্টিফিকেট দেওয়ার অবৈধ সিন্ডিকেট। প্রবাসী কর্মীদের টার্গেট করে প্রচারণা চালাচ্ছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও রয়েছে তাদের সরব উপস্থিতি। ফেক আইডি ব্যবহার করে এ সংক্রান্ত পোস্ট দিচ্ছে অহরহ।

টিকা ছাড়া সার্টিফিকেট দেওয়ার মূল প্রক্রিয়া সম্পন্ন করে স্বাস্থ্য অধিদফতরের কর্মীরা। সময় বেঁধে এ কাজের জন্য ৩ থেকে ২০ হাজার টাকা চাচ্ছে এই চক্র। বেশিরভাগ ক্ষেত্রেই লেনদেনটা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিংয়ের মাধ্যমে।

বিশ্বের বেশিরভাগ দেশেই এখন ভ্যাকসিন ছাড়া প্রবেশ করা যায় না।  আবার কোনও দেশে ভ্যাকসিন ছাড়া গেলে লাখ টাকা খরচ করে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হয়। আবার দেশভেদে অনুমোদিত ভ্যাকসিনও ভিন্ন। এতে বিদেশগামী প্রবাসীদের কাজে ফিরতে হলে ভ্যাকসিন সার্টিফিকেটের বিকল্প নেই।

দেশে টিকা নিতে প্রয়োজন জাতীয় পরিচয়পত্র। তবে পাসপোর্ট দিয়ে টিকা নেওয়ার ব্যবস্থা থাকলেও সেখানে করতে হয় দুই ধাপে নিবন্ধন। এতে জটিলতা যেমন আছে, তেমনি সময়ও লাগছে। টিকা নেওয়ার তারিখের মেসেজের জন্য বসে থাকতে হয় তীর্থের কাকের মতো।

টিকা সার্টিফিকেট বাণিজ্যের কাজ করেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন।   মার্লিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের হেড অব বিজনেস হিসেবে কাজ করছেন তিনি। পরিচয় গোপন করে ‍যোগাযোগ করা হলে তিনি জানান, ব্যাকডেটে করোনা সার্টিফিকেট দেওয়া যাবে। তবে কাউকে টিকা নিতে হবে না। এজন্য জন প্রতি দিতে হবে ১৪ হাজার টাকা।

রাজধানীর পল্টন এলাকায় তাকিয়া ইন্টারন্যাশনাল নামের একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করেন রমজান। তিনি জানালেন, টিকা সার্টিফিকেট ৩ ঘণ্টা থেকে ১ দিনের মধ্যে তৈরি করে দিতে পারবেন। এজন্য তাকে দিতে হবে ১২ হাজার টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন জানালেন, অনেক প্রবাসী টিকা সার্টিফিকেট নিয়ে জটিলতায় আছেন। স্বাস্থ্য অধিদফতরে গেলেও সহযোগিতা করা হয় না। তখন যাত্রীরা আমাদের কাছে আসেন। আমরা তাদের হয়ে কাজগুলো করে দেই। এর জন্য হাসপাতাল ও স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন পর্যায়ের লোকজন টাকা নেয়। স্বাভাবিক উপায়ে সব হলে তো কেউ টাকা খরচ করে এ পথে আসতো না।

এ বিষয়ে জানতে ফোন করেও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, এ ধরনের অভিযোগ থাকলে আমরা অনুসন্ধান করবো। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

/এফএ/
সম্পর্কিত
নিউইয়র্ক জালিয়াতি মামলাজরিমানার ৪৬৪ মিলিয়ন ডলার বন্ড জোগাড় করতে পারেননি ট্রাম্প
জালিয়াতির মাধ্যমে ভবন অনুমোদন, প্রাথমিক সত্যতা মিলেছে তদন্তে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়১২ বছর পর জানা গেলো জালিয়াতি করে নিয়োগ পেয়েছেন অধ্যাপক
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!