X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

বাসের রেষারেষিতে মাস্ক বিক্রেতা নিহত: দুই চালক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২২, ১৫:৪১আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৬:৪০

রাজধানীর মগবাজার মোড়ে দুই বাসের রেষারেষিতে মাস্ক বিক্রেতা কিশোর রাকিবুল হাসান নিহতের ঘটনায় দুই চালককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বাহিনীর মুখপাত্র খন্দকার আল মঈন এ তথ্য জানান।

গ্রেফতার দুজন হলেন মো. মনির হোসেন (২৭) ও মো. ইমরান (৩৪)। তাদের রাজধানীর পল্টন ও মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গত ২০ জানুয়ারি বিকালে মগবাজার মোড়ে আজমেরী গ্লোরি পরিবহনের দুটি বাসের রেষারেষিতে চাপা পড়েন কিশোর রাকিবুল হাসান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পর দুই ড্রাইভার বাস রেখে পালিয়ে যায়। এ ঘটনায় রমনা মডেল থানায় একটি মামলা হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৩-এর আভিযানিক দল গত ২৫ জানুয়ারি পল্টন এলাকা থেকে মো. মনির হোসেন এবং মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর এলাকা থেকে মো. ইমরানকে গ্রেফতার করে।

র‌্যাবের মুখপাত্র বলেন, ‘মগবাজার মোড়ে সিগন্যাল ছেড়ে দিলে দ্রুত গাড়ি দুটি এগিয়ে যাচ্ছিল। তাদের উদ্দেশ্য ছিল পরের স্টপেজে যে আগে পৌঁছাতে পারবে সে বেশি যাত্রী পাবে। এ সময় এক গাড়ি অপর গাড়িকে ওভারটেক করার সময় চাপা পড়ে কিশোর মাস্ক বিক্রেতা। ঘটনার পরপরই গাড়িচালকদ্বয় পালিয়ে যায়।’

আসামি মনির জানায়, সে এক মাস ধরে বাসের হেলপারি করে। মাঝে মধ্যে বাস চালাতো। ২০ জানুয়ারি বিকালে আজমেরী গ্লোরি পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৫৭৮৭) সদরঘাট থেকে গাজীপুরের চন্দ্রার দিকে যাচ্ছিল। গুলিস্তানে এসে মূল চালক তাকে দায়িত্ব দেয় এবং সে গাড়িটি চালিয়ে মগবাজার মোড়ে নিয়ে আসে।

চালক মো. ইমরান হোসেন জানায়, সে ১০-১২ বছর হলো আজমেরী গ্লোরি কোম্পানির বাস চালাচ্ছে। সেও একসময় হেলপার ছিল। ২০ জানুয়ারি বাস নিয়ে সদরঘাট থেকে গাজীপুরের চন্দ্রার উদ্দেশে রওনা হয়। পথে মগবাজারে দুর্ঘটনা ঘটে।

ইমরানের বিরুদ্ধে ২০২১ সালে করা কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

 

/এআরআর/আরকে/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
কেএমপি কমিশনারের পদত্যাগ ইস্যুতে খুলনায় বৈষম্যবিরোধীরা দ্বিধাবিভক্ত
কেএমপি কমিশনারের পদত্যাগ ইস্যুতে খুলনায় বৈষম্যবিরোধীরা দ্বিধাবিভক্ত
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি