X
শুক্রবার, ১৬ মে ২০২৫
২ জ্যৈষ্ঠ ১৪৩২

আজও নির্ধারিত সময়ে ট্রেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২২, ১২:০৪আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১৩:১১

পরিবারের সদস্যদের সাথে ঈদ আনন্দ করতে রাজধানী থেকে বাস ও লঞ্চের পাশাপাশি ট্রেনে করেও বিভিন্ন গন্তব্যে যাচ্ছে সাধারণ মানুষ। ঈদের ছুটি শুরুর পর গতকালের মতো আজ শনিবারও (৩০ এপ্রিল) রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে বেশ কয়েকটি ট্রেন। বড় কোনোধরনের শিডিউল বিপর্যয় নেই এখন পর্যন্ত।

রেলওয়ে পুলিশ এবং কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষ বলছে, অগ্রিম টিকিট কাটা যাত্রীরা যেন নির্বিঘ্নভাবে তাদের গন্তব্যে যেতে পারেন সে বিষয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা। 

কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, সকাল থেকে বিভিন্ন গন্তব্যের প্রায় ২০ জোড়া ট্রেন ছেড়ে গেছে। প্রতিটি ট্রেনে যাত্রী উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। ঈদ উপলক্ষে চালু হয়েছে বিভিন্ন গন্তব্যে স্পেশাল ট্রেন সেগুলোও নির্ধারিত সময়ে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে গেছে। জামালপুর এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, তিতাস কমিউটার ছেড়ে গেছে নির্ধারিত সময়ে।

ট্রেন ছাড়ার আগ মুহূর্তে কথা হয় সাইদ নামে এক যুবকের সঙ্গে। তিনি বলেন, নির্ধারিত সময়ের আগেই কমলাপুর রেলস্টেশনে উপস্থিত হয়েছিলাম। ভেবেছিলাম যাত্রী সংখ্যা প্রচুর হবে; এজন্য একটু সময় নিয়েই কমলাপুর রেলস্টেশনে এসেছিলাম। তবে নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ছে। 

পরিবার নিয়ে ঈদ করতে গ্রামে যাচ্ছেন কর্মজীবী সৈকত। তিনি বলেন, দীর্ঘ অপেক্ষার পর ট্রেনের অগ্রিম টিকেট কাটতে পেরেছিলাম। তবে তারপরও মনের মধ্যে কিছুটা শঙ্কা ছিল, যাওয়ার সময় ট্রেনের পরিস্থিতি কী হয়। কিন্তু সব শঙ্কা দূর করে এখন বাড়ির পথে রওনা হচ্ছি। একেবারে উপচেপড়া ভিড় সেটা বলছি না; তবে সামনের স্টেশনগুলোতে গিয়ে পরিস্থিতি কী হবে, তাই এখন দেখার বিষয়।

কামরান নামে আরেক যাত্রী বলেন, এবার কমলাপুর রেলস্টেশন বেশ পরিচ্ছন্ন মনে হয়েছে। ট্রেনের সিটগুলো পরিষ্কার। সবচেয়ে বড় বিষয় ট্রেন নির্ধারিত সময় ছাড়ছে। কোনোধরনের বিড়ম্বনার সম্মুখীন হতে হয়নি। তবে টিকেট কাটার জন্য বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। টিকিট কাটা ছাড়া বাকি জার্নি ঠিকঠাক রয়েছে।

কমলাপুর রেলস্টেশনের ভারপ্রাপ্ত ম্যানেজার আমিনুল ইসলাম বলেন, সিডিউল অনুযায়ী ট্রেনগুলো যেন কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যেতে পারে, সে বিষয়ে আমরা কাজ করছি। তারই ধারাবাহিকতায় আজ সকাল থেকে বড় কোনও সিডিউল বিপর্যয়ের খবর নেই। প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ের ১০ থেকে ১৫ মিনিটের কাছাকাছি সময়ে স্টেশন থেকে ছেড়ে গেছে। ঈদে ঘরমুখো যাত্রীদের সবকিছুতেই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
সর্বশেষ খবর
সিরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আইন শিথিলের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন
সিরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আইন শিথিলের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন
রাবিতে ভর্তি প্রক্রিয়ার একাধিক তারিখ পরিবর্তন, ক্লাস শুরু ৩ আগস্ট
রাবিতে ভর্তি প্রক্রিয়ার একাধিক তারিখ পরিবর্তন, ক্লাস শুরু ৩ আগস্ট
কুমিল্লায় সাংবাদিকের ওপর হামলা, ছুরিকাঘাত
কুমিল্লায় সাংবাদিকের ওপর হামলা, ছুরিকাঘাত
রাজশাহীতে চাহিদার চেয়ে কোরবানির পশু বেশি, বিক্রি হবে ৩০২ হাটে
রাজশাহীতে চাহিদার চেয়ে কোরবানির পশু বেশি, বিক্রি হবে ৩০২ হাটে
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
বাংলাদেশসহ ৫ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করলো ভারত
বাংলাদেশসহ ৫ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করলো ভারত