X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

টিপু হত্যায় ব্যবহৃত অস্ত্র কোথায়?

নুরুজ্জামান লাবু
০৪ মে ২০২২, ২০:৩০আপডেট : ০৪ মে ২০২২, ২০:৩০

আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুসহ জোড়া খুনের ঘটনায় এক মাস পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করতে পারেনি গোয়েন্দা পুলিশ— ডিবি। উদ্ধার হয়নি টিপু হত্যাকাণ্ডে দুই কিলারের ব্যবহার করা মোটরসাইকেলটিও।

এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেওয়া মোল্লা শামীম। তবে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, তারা মোল্লা শামীমকে গ্রেফতারের চেষ্টার পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারের চেষ্টা করছেন।

শামীমকে গ্রেফতার করতে পারলেই অস্ত্র উদ্ধার করা যাবে বলে জানালেন গোয়েন্দারা।

গত ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে ঢাকার ব্যস্ততম এলাকা শাজাহানপুর আমতলা এলাকায় নিজ গাড়িতে বাসায় ফেরার সময় এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয় জাহিদুল ইসলাম টিপুকে। এসময় রিকশায় থাকা সামিয়া আফনান নামে এক কলেজ শিক্ষার্থীও গুলিবিদ্ধ হয়ে মারা যান।

আলোচিত এই জোড়া খুনের ঘটনার দুই দিনের মাথায় শুটার মাসুমকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের খিলগাঁও জোনাল টিম।

হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে মাসুম।

তার স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডের পরিকল্পনায় আরফান, শামীম, মানিক ও মুসার নাম উঠে আসে।

গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে তারা আলোচিত এই হত্যাকাণ্ডের মোটিভ হিসেবে বলছেন কয়েক বছর আগের বোচা বাবু হত্যার প্রতিশোধের কথা।

মূলত মতিঝিল এলাকার আধিপত্যের নিয়ন্ত্রণ নিতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা।

বিশেষ করে ক্রীড়া পরিষদসহ মতিঝিল এলাকার একাধিক সরকারি দফতরের টেন্ডার নিয়ন্ত্রণের জন্যই টিপুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় বলে মনে করেন তারা।

হত্যাকাণ্ডের আগ পর্যন্ত এসব সরকারি দফতরের টেন্ডার নিয়ন্ত্রণ করতেন টিপু।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ক্রীড়া পরিষদসহ সরকারি দফতরের টেন্ডারগুলো একসময় পুরোটাই নিয়ন্ত্রণ করতেন যুবলীগ দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও খালেদ। তাদের সঙ্গে গোপন আঁতাত ছিল বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী জিসানের।

বিদেশে বসেই টেন্ডারবাজির ভাগ পেতেন জিসান। কে কোন টেন্ডার সাবমিট করবে বা পাবে তা নিয়ন্ত্রণ করতেন জি কে শামীম।

কিন্তু কয়েক বছর আগে সম্রাট, খালেদ ও জি কে শামীমের সঙ্গে জিসানের সম্পর্কের অবনতি হয়। তারা জিসানকে টেন্ডারবাজির ভাগ-বাটোয়ারা দিতে অস্বীকৃতি জানালে জিসান সম্রাটকে হত্যার পরিকল্পনা করেন।

ওই ঘটনায় ২০১৯ সালের জুলাইতে অস্ত্রসহ জিসানের দুই ক্যাডার জিয়াউল আবেদীন ওরফে জুয়েল ও জাহেদ আল আবেদীন ওরফে রুবেলকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, ২০১৯ সালের সেপ্টেম্বরের দিকে ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেফতার হয় সম্রাট, খালেদ ও জি কে শামীম।

এরপর মতিঝিল এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার শুরু করতেন টিপু। টিপুও শীর্ষ সন্ত্রাসী জিসানকে টেন্ডারবাজির কোনও ভাগ দিতেন না। এজন্য জিসানই নেপথ্যে কলকাঠি নেড়ে টিপুকে হত্যার মহাপরিকল্পনা করেছিল।

আলোচিত এই হত্যাকাণ্ডের পর ঠিকাদারসহ এই এলাকার রাজনৈতিক নেতাদের ওপর বিদেশে বসেও জিসান প্রভাব বিস্তার করবে বলে ধারণা অনেকের।

টিপু হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে নেতৃত্ব দেওয়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (খিলগাঁও জোনাল টিম) শাহিদুর রহমান রিপন বলেন, ঘটনাটি আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে তদন্ত করছি। শুটার মাসুম আদালতে স্বীকারোক্তি দিয়েছে। এই ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চলছে। নেপথ্য মদদাতাদের বিষয়ে বিস্তারিত তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেওয়া হবে।

/এফএ/
সম্পর্কিত
কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টার মামলায় সাক্ষ্য দিলেন আরও ৭ জন
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলার রায় ১৭ মে
মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন
সর্বশেষ খবর
বলিউডের পোস্টার থেকে উধাও পাকিস্তানি তারকারা!
বলিউডের পোস্টার থেকে উধাও পাকিস্তানি তারকারা!
কোরবানির চামড়ার ব্যবস্থাপনায় ১৭ সদস্যের কমিটি
কোরবানির চামড়ার ব্যবস্থাপনায় ১৭ সদস্যের কমিটি
চলতি অর্থবছরে বেপজার মোট বিনিয়োগ ৪৮০ মিলিয়ন ডলার
চলতি অর্থবছরে বেপজার মোট বিনিয়োগ ৪৮০ মিলিয়ন ডলার
মঙ্গলবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
মঙ্গলবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি