সাবেক স্ত্রী মাধবী আক্তারের দায়ের করা মামলায় বৃহস্পতিবার (১১ মে) বিকালে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসা থেকে গ্রেফতার করা হয় সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফকে।
ধানমন্ডি থানার এসআই মোয়াজ্জেম হোসেন শুক্রবার (১৩ মে) রাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতারের পর মোয়াজ আরিফকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়। পরে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
নির্যাতন, প্রতারণা, মারধর ও ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগে মোয়াজ আরিফসহ তিনজনকে আসামি করে চলতি বছরের ২৯ মার্চ ধানমন্ডি মডেল থানায় আরিফের সাবেক স্ত্রী মাধবী মামলাটি দায়ের করেন। পুলিশের পক্ষ থেকে অভিযোগ দাখিল করা হলে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন মোয়াজ আরিফের বিরুদ্ধে।