X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

‘দেশের উন্নতি হলেও শ্রমিকের মজুরি বাড়েনি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ মে ২০২২, ১২:১৫আপডেট : ২১ মে ২০২২, ১২:১৫

‘স্বাধীনতার ৫০ বছরে দেশের জিডিপি বেড়েছে, অন্যান্য অনেক ক্ষেত্রে উন্নয়ন হয়েছে; তবে এসময় শ্রমিকদের প্রকৃত মজুরি বাড়েনি। সেইসঙ্গে দেশের শ্রমজীবী মানুষের রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক কোনক্ষেত্রেই মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠিত হয়নি। তাদের জীবন মানের কোনও উন্নয়ন ঘটেনি।'

শুক্রবার (২০ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র'র (টিইউসি) উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে ‘উন্নয়নের সুফল থেকে শ্রমিকরা বঞ্চিত কেন?’ শীর্ষক এক আলোচনা সভা বক্তারা এসব কথা বলেন।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ বলেন, ১৯৮১ সাল থেকে ৯০ এর সময় শ্রমিক আন্দোলনের ফলে শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার দেশের মোট জিডিপি বৃদ্ধির হারের চেয়ে বেশি ছিল কিন্তু ৯০ এর পর থেকে ২০০০ পর্যন্ত জিডিপি বেড়েছে কিন্তু শ্রমিকের প্রকৃত মজুরি বাড়েনি।

অর্থনীতির ভাষায় মানুষের উন্নয়নকেই সামগ্রিক উন্নয়ন হিসেবে বিবেচনা করা হয় জানিয়ে তিনি বলেন, 'উন্নয়ন বলতে কার উন্নয়ন? ১৭ কোটি ৯০ লাখ লোকের কোনও উন্নয়নের ছাপ নাই। ১০ লাখের কিছুটা উন্নয়ন দেখা যাচ্ছে। এই অবস্থায় শ্রমিকদের শুধু নিজের কথা ভাবলে তাদের উন্নয়ন হবে না। সবার জন্য, ন্যায় বিচারের জন্য শ্রমিকদের লড়াই করতে হবে।'

সভায় বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক ড. বিনায়ক সেন বলেন, 'গত ৩০ বছরে যেভাবে উন্নয়ন আয় বেড়েছে সেভাবে শ্রমিকের মজুরি বাড়েনি। জিডিপি, উৎপাদনশীলতা অনুযায়ী খুবই কম হারে মজুরি বেড়েছে। এখানেই মূল বঞ্চনা।'

শ্রমিকেরা প্রতিনিয়ত প্রকৃত মজুরি থেকে বঞ্চিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, 'সংবিধানের ১৯ অনুচ্ছেদে সুযোগের সমতার কথা বলা হয়েছে। আরও বলা হয়েছে, প্রত্যেকেই তার যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক পাবেন। এখানে বঞ্চনার কোনও সুযোগ নেই।'

সভার সভাপতির বক্তব্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহীদুল্লাহ চৌধুরী বলেন, 'মাথাপিছু আয় ২৭শ ডলার আর শ্রমিকের মাইনে ২৭শ টাকা, এটা তো সরকারের উন্নয়নের কথা সঙ্গে মিলছে না। এ অবস্থার অবসান ঘটাতে হবে। শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে সামগ্রিক মুক্তির উদ্দেশ্যে আরও সংগঠিত হয়ে লড়াই করতে হবে।'

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াহেদুল ইসলাম খান, সহসভাপতি মাহবুবুল আলম, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদসহ প্রমুখ।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
শ্রমজীবীদের অধিকার আদায়ে বদ্ধপরিকর বিএনপিনির্বাচিত সরকার না থাকলে জনগণের দুঃখ কেউ শোনে না: তারেক রহমান
‘জীবন দিলেও গণঅভ্যুত্থান শ্রমিকের জীবনে কোনও পরিবর্তন আনেনি’
মে দিবসে শ্রমজীবী জনগণের প্রতি এবি পার্টির শুভেচ্ছা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক