X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

র‌্যাব অ্যাওয়ার্ড পেলেন বাংলা ট্রিবিউনের সাংবাদিক রনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২২, ২৩:১৪আপডেট : ২৩ মে ২০২২, ২৩:৩৯

‘র‌্যাব অ্যাওয়ার্ড-২০২১’ পেয়েছেন বাংলা ট্রিবিউনের  সিনিয়র রিপোর্টার আমানুর রহমান রনি।  অপরাধ বিষয়ক শ্রেষ্ঠ অনলাইন রিপোর্ট ক্যাটাগরিতে পাঁচ সদস্য জুরি বোর্ডের বিচারে তার রিপোর্টটি প্রথম স্থান লাভ করেছে। রনি ছাড়াও আরও দুজন সাংবাদিক এবং একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী প্রোগ্রাম এই অ্যাওয়ার্ড পেয়েছে।

সোমবার (২৩ মে) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় অ্যাডভোকেট আনিসুল হক,  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আক্তার হোসেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ,  র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।

গত বছরের ২৭ অক্টোবর জনপ্রিয় অনলাইন পত্রিকায় বাংলা ট্রিবিউনের অপরাধ বিষয়ক সিনিয়র রিপোর্টার আমানুর রহমান রনির ‘আগ্রহ বেশি সন্তান দত্তক নিতে, মানসিক ভারসাম্যহীন ভবঘুরে নারীদের ধর্ষণের বিচার হয় না’ শিরোনামে রিপোর্টটি প্রকাশিত হয়।

র‌্যাব অ্যাওয়ার্ড পেলেন বাংলা ট্রিবিউনের সাংবাদিক রনি

গত বছর দেশের গণমাধ্যমে প্রকাশিত অপরাধ বিষয়ক সাংবাদিকদের করা অনুসন্ধানী রিপোর্ট নিয়ে র‌্যাব মিডিয়া অ্যাওয়ার্ড আয়োজন করা হয়। পাঁচ সদস্যের জুরিবোর্ডের মাধ্যমে চার ক্যাটাগরিতে অপরাধ বিষয়ক সাংবাদিকদের জমা দেওয়া অনুসন্ধানী প্রতিবেদন নির্বাচন করা হয়। এর আগে চলতি মাসে ১৩ মে র‌্যাব অ্যাওয়ার্ড-২০২১ এর জন্য টেলিভিশন,  সংবাদপত্র ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের কাছ থেকে অনুসন্ধানী প্রতিবেদন প্রতিযোগিতার জন্য আহ্বান করা হয়।

চার ক্যাটাগরিতে তিন সাংবাদিক ও একটি টিভি প্রোগ্রাম নির্বাচিত করেন জুরিবোর্ডের পাঁচ সদস্য।

র‌্যাব অ্যাওয়ার্ড পেলেন বাংলা ট্রিবিউনের সাংবাদিক রনি

যারা পুরস্কার পেয়েছেন:

অপরাধ বিষয়ক শ্রেষ্ঠ টেলিভিশন রিপোর্ট পুরস্কার পেয়েছেন নিউজ২৪ এর সাংবাদিক মাসুদা লাবলী। টেলিভিশনে প্রচারিত অপরাধ বিষয়ক শ্রেষ্ঠ অনুসন্ধানী প্রোগ্রাম নির্বাচিত করা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট টিভির তালাশকে। অপরাধ বিষয়ক শ্রেষ্ঠ অনলাইন রিপোর্ট ক্যাটাগরিতে শেষ্ঠ হয়েছেন বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার আমানুর রহমান রনি। অপরাধ বিষয়ক শ্রেষ্ঠ প্রিন্ট রিপোর্ট নির্বাচিত হয়েছে ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ইমরান রহমান।

র‌্যাব অ্যাওয়ার্ড পেলেন বাংলা ট্রিবিউনের সাংবাদিক রনি

একই অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের শ্রেষ্ঠ ব্যাটালিয়ান ও কর্মকর্তা,  কর্মচারীদেরও পুরস্কৃত করা হয়।

ব্যাটালিয়নভিত্তিক শ্রেষ্ঠ: জঙ্গিবিরোধী অভিযানে শ্রেষ্ঠ ব্যাটালিয়ন হয়েছে- র‌্যাব-৪, ১৩ ও ৩ (পর্যায়ক্রমে)। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে শ্রেষ্ঠ হয়েছে- র‌্যাব-৫, ৭ ও ৬ (পর্যায়ক্রমে)। মাদক বিরোধী অভিযানে শ্রেষ্ঠ হয়েছে- র‌্যাব-৭, ১৫ ও ৫ (পর্যায়ক্রমে)। আভিযানিক সাফল্য অভিযানে শ্রেষ্ঠ হয়েছে-র‌্যাব-৫, ৪ ও ৭ (পর্যায়ক্রমে)।

ব্যক্তি পর্যায়ে শ্রেষ্ঠ: গোয়েন্দা কার্যক্রমে শ্রেষ্ঠ হয়েছেন- র‌্যাব সদর দফতরের (ইন্টেলিজেন্স বিভাগ) মেজর আল শাকিল নেওয়াজ। আভিযানিক কার্যক্রমে শ্রেষ্ঠ হয়েছেন র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রানী দাস। শ্রেষ্ঠ র‌্যাব সদস্য (আভিযানিক) হয়েছেন- র‌্যাব-১৫ এর ডিএডি ল্যান্স কর্পোরাল শফিউর রহমান।

দলগত পর্যায়ে শ্রেষ্ঠ: ক্লুলেস অপরাধের রহস্য উদঘাটনে শ্রেষ্ঠ আভিযানিক দল হয়েছে র‌্যাব-৪। উল্লেখযোগ্য অভিযানে শ্রেষ্ঠ আভিযানিক দল হয়েছে র‌্যাব-৫। আলোচিত অভিযানে (মানবিকতা) শ্রেষ্ঠ আভিযানিক দল হয়েছে র‌্যাব-৬।

অনুষ্ঠানে একযোগে র‌্যাবের ১৫টি ব্যাটালিয়ন ভার্চুয়ালি যুক্ত ছিল।

ছবি: সাজ্জাদ হোসেন

/এআরআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক