X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

বন্যা পরিস্থিতি আরও উন্নতির সম্ভাবনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২২, ২২:০১আপডেট : ০৩ জুলাই ২০২২, ২২:১৭

বৃষ্টি কমে আসায় কমতে শুরু করেছে দেশের নদ-নদীর পানি। চলতি সপ্তাহে উজানে আর ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকায় তিস্তা ছাড়া সব নদীর পানি কমা অব্যাহত থাকতে পারে। ফলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপরে থাকলেও কমে এসেছে পানির উচ্চতা। আগামী ২৪ ঘণ্টায় দেশের সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। অপরদিকে নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে। আজও দেশের ৩ জেলার ৪ নদীর ৫ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরেই আছে। গতকালও তাই ছিল। তবে পানির উচ্চতা কমেছে।

সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি ৪৯ থেকে কমে ৪৭,  কুশিয়ারা নদীর অমলশীদ পয়েন্টে পানি ৬৭ থেকে কমে ৪৯ এবং শেওলা পয়েন্টে পানি ২৩ থেকে কমে ৮, পুরাতন সুরমা নদীর দিরাই পয়েন্টে পানি ১৩  থেকে কমে ৬ এবং সোমেশ্বরীর নদীর কলমাকান্দা পয়েন্টে পানি বিপৎসীমার ৩০ থেকে কমে ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটের লালাখালে ৬০ মিলিমিটার।  এছাড়া সিলেটে শেওলা পয়েন্টে ৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে ভারতের আসামের শিলচরে ৩৭ এবং মিজোরামের আইজলে ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, ব্রহ্মপুত্র-যমুনার পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল থাকতে পারে। অপরদিকে যমুনা নদীর পানি বৃদ্ধি পেতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের সকল প্রধান নদ-নদীর পানি কমছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দেশের সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। তবে নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে।

 

/এসএনএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
টেক্সাসে ‘বিধ্বংসী’ বন্যায় ২৪ জনের মৃত্যু, নিখোঁজ ২৫ শিশু
মুহুরী নদীর পানি নামতে শুরু করলেও এখনও সংকট কাটেনি
দ. আফ্রিকায় বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৪৯
সর্বশেষ খবর
সাঁতারে ৫ ইভেন্টেই ঢাবি সেরা শেখ জামিল
সাঁতারে ৫ ইভেন্টেই ঢাবি সেরা শেখ জামিল
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন