X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

গরমে হাঁসফাঁস জনজীবন, সম্ভাবনা নেই ভারী বৃষ্টির

সঞ্চিতা সীতু
২১ জুলাই ২০২২, ১৯:১০আপডেট : ২১ জুলাই ২০২২, ১৯:১৯

দেশের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হলেও বৃষ্টির পর আবার সেই ভ্যাপসা গরম ফিরে আসছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় তাপমাত্রার চেয়ে বেশি গরম অনুভূত হচ্ছে। গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। বিশেষ করে নিম্নবিত্তদের কষ্ট হচ্ছে সবচেয়ে বেশি। এই গরম কবে নাগাদ কমতে পারে জানতে চাইলে আবহাওয়াবিদরা নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তারা বলছেন, টানা ভারী বৃষ্টি না হলে এই গরম কমবে না। আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির সম্ভাবনাও নেই।

বৃহস্পতিবার (২১ জুলাই) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা গত কয়েক দিনের তুলনায় অনেক কম। গত কয়েক দিন গড়ে তাপমাত্রা ছিল ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।  তারপর ভ্যাপসা গরম একই রকম অনুভূত হচ্ছে।

গরমে হাঁসফাঁস জনজীবন, সম্ভাবনা নেই ভারী বৃষ্টির

রিকশাচালক আজাদ হোসেন জানান, সকাল থেকে সূর্যের তেজ বাড়তি। বিকাল পর্যন্ত টানা রিকশা চালানো যায় না। দুপুরের পরে ক্লান্ত হয়ে ফিরে যেতে হয়। দুপুরে যারা রিকশা বের করেন তারা সন্ধ্যার পর আর রিকশা চালাতে চায় না।

এদিকে গরমের কারণ পল্টনের অনেক হকার শামিয়ানা টানালেও অনেকে এত খরচ করতে পারে না। তাই সূর্য যখন মাথার ওপরে আসে তখন কাপড়চোপড় গুছিয়ে রেখে দেন। ঘণ্টা দুই বিশ্রাম নেন। এদিকে ঈদের পর অফিস-আদালত, স্কুল-কলেজ খুলে গেছে সব। রাস্তায় চলাচল করতে গিয়ে সাধারণ মানুষও গরমে হাঁসফাঁস করছেন। এই সময়ের গরমের কারণে সবচেয়ে কষ্ট পায় শিশু ও বৃদ্ধরা। অনেকে গরমে অসুস্থও হচ্ছেন।

গরমে হাঁসফাঁস জনজীবন, সম্ভাবনা নেই ভারী বৃষ্টির

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, এই বৃষ্টি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হচ্ছে। বৃষ্টি কম হলে তাপমাত্রা খুব একটা কমবে না। গরম কমতে হলে টানা ভারী বৃষ্টি হতে হবে। আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনাও নেই।

আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

গরমে হাঁসফাঁস জনজীবন, সম্ভাবনা নেই ভারী বৃষ্টির

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে রংপুরে ৩৪, ময়মনসিংহে ৩২ দশমিক ৯, সিলেটে ৩৩ দশমিক ৮, চট্টগ্রামে ২৯ দশমিক ৩, খুলনা ও বরিশালে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

গরমে হাঁসফাঁস জনজীবন, সম্ভাবনা নেই ভারী বৃষ্টির

আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, গত কয়েক দিনের তুলনায় আজ তাপমাত্রা কম। কারণ, কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। যেমন, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় প্রায় ৯৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটি দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি। এতে ওই এলাকার তাপমাত্রা কিছুটা কমেছে। একইভাবে ঢাকায় ১৩ মিলিমিটার,  নেত্রকোনা ও পটুয়াখালীতে ১৪ এবং খুলনায় ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এসব এলাকায় বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে জলীয়বাষ্পের কারণে গরম বেশি অনুভূত হচ্ছে।

/এসএনএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক