X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

১৫ ট্রাভেল এজেন্সিকে অ্যাওয়ার্ড দিলো তার্কিশ এয়ারলাইন্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২২, ১৩:৪১আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৬:২২

দেশের শীর্ষ ১৫টি ট্রাভেল এজেন্সিকে অ্যাওয়ার্ড দিয়েছে তুরস্কের তার্কিশ এয়ারলাইন্স। জমকালো আয়োজনে ট্রাভেল এজেন্সির প্রতিনিধিদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তার্কিশ এয়ারলাইন।

তার্কিশ এয়ারলাইন জানিয়েছে, সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ আয়োজন করা হয়। ‘এজেন্সি অ্যাওয়ার্ড নাইট’ শীর্ষক অনুষ্ঠানটিতে বাংলাদেশের ১৫টি ট্রাভেল এজেন্সিকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি মাহবুব আলী বলেন, বাংলাদেশের সঙ্গে তুরস্কের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তুর্কি এয়ারলাইন্স আমাদের জন্য শুধু একটি এয়ারলাইন প্রতিষ্ঠানই নয়, এটি দুই দেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী সেতু হিসেবেও কাজ করছে।

রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।

তার্কিশ এয়ারলাইনের জেনারেল ম্যানেজার (বাংলাদেশ) এমরাহ্ কারাজা বলেন, করোনা মহামারির আগের তুলনায় বর্তমানে টার্কিশ এয়ারলাইনস ঢাকা থেকে যাত্রী পরিবহনে প্রায় শতভাগ বৃদ্ধির রেকর্ড করেছে। তাই আমি ২০২১ সালে এবং মহামারি সময়ে আমাদের সংস্থাকে সহযোগিতা করার জন্য বাংলাদেশের ট্রাভেল এজেন্সিগুলোকে ধন্যবাদ জানাতে চাই।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস-এর সদস্য এয়ার কমোডর শাহ কাওসার আহমেদ চৌধুরী, জিএসএ অ্যারোমার্ট সার্ভিসেসের চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহেদী। এছাড়া বাংলাদেশে তুর্কি এয়ারলাইন্সের করপোরেট সদস্য ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি ১৫০ জন ট্রাভেল এজেন্ট উপস্থিত ছিলেন।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
শাহজালাল থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারের ইঞ্জিনে ‘স্পার্ক’, জরুরি অবতরণ
তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে বিনামূল্যে ইন্টারনেট
ঢাকায় ফ্লাইট বাড়ালো তার্কিশ এয়ারলাইন্স
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো