X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

৮ দিন পর উদ্ধার হলো জিএম কাদেরের ছিনতাই হওয়া ফোন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৩

ছিনতাইয়ের ঘটনার ৮ দিন পর জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর কাওরান বাজার থেকে আইফোনটি উদ্ধার করে উত্তরা বিভাগের পুলিশ সদস্যরা। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৫ ছিনতাইকারীকে।

গ্রেফতারকৃতরা হলো মো. আজিজুল (২১), মো. আজিজ (১৯), মোহাম্মদ ইসমাইল (২৪), মো. সানাউল্লাহ (৩২), সুবল চন্দ্র ঘোষ (৩২)।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) উত্তরা ৭ নম্বর সেক্টরে জিএম কাদেরের বাসায় গিয়ে বিকালে পুলিশ সদস্যরা আইফোনটি তার হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উত্তরা বিভাগের উপকমিশনার মোর্শেদ হাসান, অতিরিক্ত উপ-কমিশনার তাপস কুমার।

মোবাইল ফোন ফেরত পেয়ে স্বস্তি প্রকাশ করেন জিএম কাদের। তিনি পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।

মোবাইল উদ্ধারের বিষয়টি বলতে গিয়ে পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার তাপস কুমার বাংলা ট্রিবিউনকে বলেন, গত ৩১ আগস্ট উত্তরায় বাসায় যাওয়ার পথে বিমানবন্দর থানা এলাকার রাস্তায় গাড়িতে থাকা অবস্থায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের মোবাইল ফোনটি টান মেরে নিয়ে যায় দুই ছিনতাইকারী। এ সময় এক ছিনতাইকারীকে ধরা গেলেও আরেকজন মোবাইলটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে বিভিন্ন তথ্যের ভিত্তিতে কাওরান বাজার এলাকায় মোবাইলটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হই আমরা।

তিনি বলেন, পরে অভিযান চালিয়ে কাওরান বাজার এলাকা থেকে আইফোনটি উদ্ধার করতে সক্ষম হই। এ ঘটনায় পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। মোবাইলটি ছিনতাইকারীরা ছিনতাইয়ের পর কাওরান বাজার এলাকায় বিক্রি করে। মোবাইলটি ৪ বার বিক্রি হয় বিভিন্ন জনের কাছে। লাখ টাকার মোবাইল বিক্রি হয় ২৩ হাজার টাকায়।

গত ৩১ আগস্ট রাতে জিএম কাদেরের মোবাইল ছিনতাইয়েল ঘটনায় তার একান্ত সহকারী তৈয়ব আলী বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন:

যানজটে জি এম কাদের, ছিনতাইকারী কেড়ে নিলো আইফোন

/আরটি/এমএস/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি বিরোধী দলীয় নেতার
মানুষ অত্যন্ত কষ্টে দিনযাপন করছে: জিএম কাদের
কাওরান বাজারে ৭১ টিভির গাড়িতে ছিনতাইকারীদের হামলা
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া