X
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
১২ আশ্বিন ১৪৩০

ইডেন ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আটজনের বিরুদ্ধে মামলার আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:০৬আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৯

ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ আটজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুরের আদালতে এ মামলার আবেদন করেন জান্নাতুল ফেরদৌসী নিজেই। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান।

বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী ছিলেন নূর ই আলম।

মামলার অপর আসামিরা হলেন- ইডেন কলেজের নুজহাত ফারিয়া রোকসানা, আয়েশা ইসলাম মিম, নূরজাহান, ঋতু আক্তার, আনিকা তাবাসুম স্বর্ণা ও কামরুন নাহার জ্যোতি।

গত ২২ সেপ্টেম্বর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ‘সিট-বাণিজ্য ও চাঁদাবাজির’ অভিযোগ এনে গণমাধ্যমে বক্তব্য দেন সহসভাপতি জান্নাতুল ফেরদৌস। এ কারণে তাকে ছাত্রীনিবাসের একটি কক্ষে আটকে রেখে মারধর করার অভিযোগ ওঠে।

গণমাধ্যমে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ২৪ সেপ্টেম্বর রাতে ইডেন কলেজের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস বিভাগ এবং সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে কলেজের ছাত্রলীগ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপের সঙ্গে সঙ্গে সহ-সভাপতিসহ আরেকটি গ্রুপের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয়।

২৫ সেপ্টেম্বর দুপুরে হেনস্তার অভিযোগ তুলে ব্যবস্থার নেওয়ার দাবি জানিয়ে ২৫ নেত্রী সংবাদ সম্মেলন করেন। এরপর অভিযুক্তরা বিকালে সংবাদ সম্মেলন করতে গেলে দুই গ্রুপে সংঘর্ষ হয়। প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। এতে উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় সভাপতি তামান্না জেসমিন রিভা আহত হন। তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে বিদ্রোহীরা অ্যাম্বুলেন্স বের হতে দেয়নি। পরে শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তাকে হাসপাতালে পাঠান।

বিক্ষোভকারীরা রীভা ও রাজিয়ার বহিষ্কারের দাবি জানালে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে ২৪ ঘণ্টার মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

কর্মীদের এসব কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে রবিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেন।

/টিএইচ/এনএআর/
সম্পর্কিত
শীর্ষ সন্ত্রাসী মামুনকে হত্যাচেষ্টা, অপরাধীরা আত্মগোপনে
দীর্ঘদিন ধরে বিচারকের স্বাক্ষর জালিয়াতি: আদালত ছেড়ে পালিয়েছে দুই পুলিশ
মোহাম্মদপুরে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার, বিদেশি অস্ত্র উদ্ধার
সর্বশেষ খবর
‘যারা ভিসানীতি দিয়েছে তাদের বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর নির্ভরশীল’
‘যারা ভিসানীতি দিয়েছে তাদের বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর নির্ভরশীল’
প্রধানমন্ত্রীর জন্মদিনে নৌকা বাইচ করবে বিআইডব্লিউটিএ
প্রধানমন্ত্রীর জন্মদিনে নৌকা বাইচ করবে বিআইডব্লিউটিএ
জুয়া ও হুন্ডি: মোবাইলে লেনদেনের ২২ হাজার অ্যাকাউন্ট বন্ধ
জুয়া ও হুন্ডি: মোবাইলে লেনদেনের ২২ হাজার অ্যাকাউন্ট বন্ধ
পারলেন না যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বাংলাদেশের জিন্নাত
পারলেন না যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বাংলাদেশের জিন্নাত
সর্বাধিক পঠিত
মালদ্বীপের আদলে সাজছে সেন্টমার্টিন, ঢল নামবে দেশি-বিদেশি পর্যটকের
মালদ্বীপের আদলে সাজছে সেন্টমার্টিন, ঢল নামবে দেশি-বিদেশি পর্যটকের
বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা যেন সোনার হরিণ
বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা যেন সোনার হরিণ
বিশ্বকাপের দল ঘোষণা পেছালো বিসিবি
বিশ্বকাপের দল ঘোষণা পেছালো বিসিবি
বৌদ্ধ সন্ন্যাসী সেজে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা, অবশেষে কারাগারে
বৌদ্ধ সন্ন্যাসী সেজে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা, অবশেষে কারাগারে
সাকিবের চাওয়াতেই কি সরে গেলেন নাফিস ইকবাল?
সাকিবের চাওয়াতেই কি সরে গেলেন নাফিস ইকবাল?