X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ত্রুটিপূর্ণ স্কোর বোর্ডের বিল পরিশোধ, জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৪আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৪

মিরপুর সুইমিং কমপ্লেক্সে স্থাপিত ইলেকট্রনিক স্কোর বোর্ডটি অকার্যকর অবস্থায় বুঝে নেওয়া ও বিল পরিশোধের সঙ্গে জড়িতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন ঢাকার মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সের সংস্কারে ১২ কোটি ৫৮ লাখ ১১ হাজার টাকার প্রকল্প গ্রহণ করা হয়। এ প্রকল্পের আওতায় দুই কোটি ৭৬ লাখ ৬৩ হাজার টাকায় অটো স্কোরিং সিস্টেম সরবরাহে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়। স্কোরিং বোর্ড স্থাপন করে ক্রীড়া পরিষদকে ২০১৯ সালের ২৭ জুন বুঝিয়ে দেয়। পরে বিশেষজ্ঞ প্রকৌশলীদের সুপারিশের পরিপ্রেক্ষিতে স্কোরিং ম্যানেজমেন্ট সিস্টেমটি সঠিক পেয়ে বিলও পরিশোধ করা হয়। তবে স্কোর বোর্ডটি চালুর পর থেকেই সেটি সঠিকভাবে কাজ করেনি। বিষয়টি সংসদীয় কমিটির নজরে এলে মন্ত্রণালয়কে তা তদন্ত করার নির্দেশনা দেয়। তাদের তদন্তেও স্কোর বোর্ডে ত্রুটি থাকার বিষয়টি নজরে আসে। তবে, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ না থাকায় কোনও ধরনের ক্রুটি রয়েছে— সেটা নির্ণয় করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবারের বৈঠকে ওই তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সংসদীয় কমিটি জাতীয় ক্রীড়া পরিষদের কো-ইলেকট্রনিক স্কোর বোর্ডটি অকার্যকর অবস্থায় যারা বুঝে নিয়েছে এবং বিল পরিশোধ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে সাফ গেমস চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে সংসদীয় কমিটির পক্ষ হতে অভিনন্দন জানানো হয়।

কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মাহবুব আরা বেগম গিনি, আব্দুস সালাম মূর্শেদী, এ. এম. নাঈমুর রহমান এবং জাকিয়া তাবাসসুম বৈঠকে অংশগ্রহণ করেন।

/ইএইচএস/ এপিএইচ/
সম্পর্কিত
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
নিষ্পত্তির অপেক্ষায় ৬১ হাজারের বেশি আবেদনএমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট খাতে বছরে ঘাটতি ৫৬০ কোটি টাকা
২০২৩ সালে রাজনৈতিক সহিংসতায় বিআরটিসির ১০ বাস পুড়েছে
সর্বশেষ খবর
প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত
প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!