X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ত্রুটিপূর্ণ স্কোর বোর্ডের বিল পরিশোধ, জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৪আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৪

মিরপুর সুইমিং কমপ্লেক্সে স্থাপিত ইলেকট্রনিক স্কোর বোর্ডটি অকার্যকর অবস্থায় বুঝে নেওয়া ও বিল পরিশোধের সঙ্গে জড়িতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন ঢাকার মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সের সংস্কারে ১২ কোটি ৫৮ লাখ ১১ হাজার টাকার প্রকল্প গ্রহণ করা হয়। এ প্রকল্পের আওতায় দুই কোটি ৭৬ লাখ ৬৩ হাজার টাকায় অটো স্কোরিং সিস্টেম সরবরাহে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়। স্কোরিং বোর্ড স্থাপন করে ক্রীড়া পরিষদকে ২০১৯ সালের ২৭ জুন বুঝিয়ে দেয়। পরে বিশেষজ্ঞ প্রকৌশলীদের সুপারিশের পরিপ্রেক্ষিতে স্কোরিং ম্যানেজমেন্ট সিস্টেমটি সঠিক পেয়ে বিলও পরিশোধ করা হয়। তবে স্কোর বোর্ডটি চালুর পর থেকেই সেটি সঠিকভাবে কাজ করেনি। বিষয়টি সংসদীয় কমিটির নজরে এলে মন্ত্রণালয়কে তা তদন্ত করার নির্দেশনা দেয়। তাদের তদন্তেও স্কোর বোর্ডে ত্রুটি থাকার বিষয়টি নজরে আসে। তবে, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ না থাকায় কোনও ধরনের ক্রুটি রয়েছে— সেটা নির্ণয় করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবারের বৈঠকে ওই তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সংসদীয় কমিটি জাতীয় ক্রীড়া পরিষদের কো-ইলেকট্রনিক স্কোর বোর্ডটি অকার্যকর অবস্থায় যারা বুঝে নিয়েছে এবং বিল পরিশোধ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে সাফ গেমস চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে সংসদীয় কমিটির পক্ষ হতে অভিনন্দন জানানো হয়।

কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মাহবুব আরা বেগম গিনি, আব্দুস সালাম মূর্শেদী, এ. এম. নাঈমুর রহমান এবং জাকিয়া তাবাসসুম বৈঠকে অংশগ্রহণ করেন।

/ইএইচএস/ এপিএইচ/
সম্পর্কিত
ডেমু ট্রেনের সরবরাহকারীদের তলব করলো সংসদীয় কমিটি
বিটিভির তিন জেলা প্রতিনিধি পরিবর্তনের সুপারিশ, কনটেন্ট নিয়েও আলোচনা
প্রাণিসম্পদ অধিদফতরের দুর্নীতির অভিযোগ তদন্ত করবে সংসদীয় কমিটি
সর্বশেষ খবর
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া
জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া
সুমনের অ্যানিমেশন গানচিত্র ‘বোকা মানুষ’
সুমনের অ্যানিমেশন গানচিত্র ‘বোকা মানুষ’
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি