X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ফারইস্ট ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান ও পরিচালক রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২২, ২২:০৩আপডেট : ০২ অক্টোবর ২০২২, ২২:০৩

রাজধানী মতিঝিল থানার মানি লন্ডারিং মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও সাবেক পরিচালক এমএ খালেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি উপ-পরিদর্শক রুহুল আমিন দুই আসামিকে আদালতে হাজির করেন। একইসঙ্গে তাদের গ্রেফতার দেখানোসহ ৫ দিনের রিমান্ডের  আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ২১ আগস্ট থেকে ২০১৬ সালের ২৯ আগস্ট পর্যন্ত আসামিরা পরস্পর যোগসাজশে প্রাইম ব্যাংকে কর্মরত থাকাকালীন লাভের উদ্দেশে অবৈধ অর্থ গোপনের জন্য শেয়ার বাজারে বিনিয়োগ করেন। একইসঙ্গে জাল পরিচয়পত্র ব্যবহার করে প্রাইম ব্যাংকের মতিঝিল শাখায় হিসাব খোলেন। এরপর বিনিয়োগকৃত অর্থ নিজ নিজ বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করেন। দলিল দস্তাবেজ জালকরণের মাধ্যমে মাধ্যমে অর্জিত অর্থ এক কোটি ২৮ লাখ ৭১ হাজার ৪৩৭ টাকা নিজেদের ব্যাংক হিসাবে স্থানান্তর ও রূপান্তর করেছেন।

এ ঘটনায় সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইমের উপ-পরিদর্শক মো. জোনাঈদ হোসেন বাদী হয়ে মামলা করেন। এ ঘটনায় এজাহারে চারজনকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা হয়। এ মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- মিজানুর রহমান মোস্তফা, মো. তাজুল ইসলাম, মো. নজরুল ইসলাম, এম এ খালেক।

উল্লেখ্য, ‘প্রাইম এশিয়া ফাউন্ডেশন’ ও ‘পিএফআই প্রোপার্টিজ লিমিটেড’ নামক দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ৭০ কোটি ৬৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটির ভেঙে দেওয়া পরিচালনা পর্ষদ। ১৫৮তম পর্ষদ সভার ভুয়া সারসংক্ষেপ তৈরি করে সেটির বরাত দিয়ে হাতিয়ে নেওয়া হয় এ অর্থ।

প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ ৯ শীর্ষ কর্মকর্তা পরস্পর যোগসাজশে এ অর্থ হাতিয়ে নেন। এ অভিযোগে মামলা করা হয়।

/টিএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
ডায়ালাইজার কিটে শুল্ক কমানোর দাবি
ডায়ালাইজার কিটে শুল্ক কমানোর দাবি
গানে-কবিতায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন সঙ্গীতালয়ের
গানে-কবিতায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন সঙ্গীতালয়ের
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ