X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

আদালতের আদেশ অমান্য করায় ব্যবসায়ীদের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২২, ২০:১২আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ২০:১২

পুরান ঢাকার ঠাটারীবাজারে সবজি ও মাছ দোকানিদের ওপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন করে ইজারা কার্যক্রমে স্থিতাবস্থা জারি থাকা সত্ত্বেও টাকা উত্তোলনের অভিযোগে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।

সোমবার (২৮ নভেম্বর) রাজধানীর কাপ্তান বাজার সংলগ্ন এলাকায় এ মানববন্ধন করেন তারা।

এর আগে পুরান ঢাকার ঠাটারীবাজারে সবজি ও মাছ দোকানিদের ওপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন করে ইজারা কার্যক্রমে স্থিতাবস্থা জারি করেছিলেন হাইকোর্ট। বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ১৭ নভেম্বর রুলসহ এই আদেশ দেন।

রুলে নতুন করে ইজারা জারির বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। চার সপ্তহের মধ্যে বিবাদীদের এ রুলের জবাব দিতেও বলা হয়। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১৯৯ দোকানদারের ওপর কোনও হয়রানি করা যাবে না মর্মেও বলা হয়েছিল।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, হাইকোর্টের আদেশ অমান্য করে স্থানীয় কাউন্সিলরের লোকজন ও জনৈক ইজারাদার কামরুজ্জামানের লোকজন বাজারে মাইকিং করে ব্যবসায়ীদের ইজারার টাকা দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে।  তারা ব্যবসায়ীদের উচ্ছেদের হুমকিসহ বিভিন্ন মামলায় জড়ানোর হুমকি দেয়। এর পরিপ্রেক্ষিতে আমরা প্রতিবাদস্বরূপ কর্মবিরতি পালন করে বাজারে মানববন্ধন করি।  এই অবৈধ ইজারা বাতিলের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ সরকারের সংশ্লিষ্ট দফতরের দৃষ্টি আকর্ষণসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছি।

ঢাকার কাপ্তানবাজার ও ঠাটারীবাজার মৎস্য, কাঁচামাল সবজি বিক্রেতা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেডের আক্তার হোসেনসহ ১৯৯ দোকানদার গত ৬ নভেম্বর হাইকোর্টে একটি রিট দায়ের করেন। রিটে চূড়ান্ত বরাদ্দ থাকা অবস্থায় নতুন করে ঠাটারীবাজারে মাছ ও সবজি দোকান নিয়ে ডিএসসিসির বিজ্ঞপ্তি জারির বিষয়টি চ্যালেঞ্জ করা হয়েছিল।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এসআরএম লুৎফর রহমান আকন্দ এবং ডিএসসিসির পক্ষে আইনজীবী মিজবাহুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন দাবি হিন্দু মহাজোটের
৩ দাবিতে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীদের মানববন্ধন
মুরাদনগরের ঘটনায় জবি শিক্ষার্থীদের বিক্ষোভ
সর্বশেষ খবর
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল