X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করতো তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২২, ২২:৪৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ২২:৪৮

প্রথমে বন্ধুত্বের সম্পর্ক করে ইমোতে যোগাযোগ করে ঘনিষ্ঠ হয়। একপর্যায়ে তাদের একান্ত সময়ের ভিডিও ও আপত্তিকর ছবি ধারণ করে অনলাইনে ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেলিং করে টাকা হাতিয়ে নেয় চক্রটি। এমন একটি চক্রের দুজনকে গ্রেফতার করে সিআইডি।

সোমবার (৫ ডিসেম্বর) ঢাকার কাফরুল থেকে তমালিকা আক্তারকে (২৪) এবং চট্টগ্রামের খুলসী থানা একটি এলাকা থেকে আবু সাঈদ রনিকে (২৮) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পর্নোগ্রাফির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ছাড়া মোবাইল ফোনে আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া গেছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সিআইডির মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন চিকিৎসক সাইবার পুলিশ সেন্টারের ফেসবুক পেজে অভিযোগ করেন যে অজ্ঞাতনাম ব্যক্তি তার এবং তার সাবেক স্ত্রী মারিয়া ইসলাম নিকিতার একান্ত মুহর্তের ভিডিও তার টেলিগ্রাম এবং তার বর্তমান স্ত্রীর ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে টাকা দাবি করে।

আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার তমালিকা আক্তার (২৪) ও অভিযোগকারীর সাবেক স্ত্রী মারিয়া ইসলাম নিকিতা পরস্পর বন্ধু এবং তারা দুজনেই বিভিন্ন ব্যক্তির সঙ্গে টাকার বিনিময়ে ইমু ও ফেসবুক ম্যাসেঞ্জারে ভিডিও কলের মাধ্যমে আপত্তিকর মুহূর্তগুলো গোপনে ধারণ করে রাখে। এই অভিযোগকারীর সাথে মারিয়া ইসলাম নিকিতা ভিডিও কলে আপত্তিকর মূহুর্তগুলো গোপনে ধারণ করে এবং সেই রেকডকৃত ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে অভিযোগকারীকে বিয়ে করতে বাধ্য করে। একসময় তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেলে মারিয়া ইসলাম নিকিতা তার বন্ধু গ্রেফতার তমালিকা আক্তার ভিডিওটি সরবরাহ করে। তমালিকা আবার এই ভিডিও চট্টগ্রামে অবস্থানকারী তার প্রেমিক আবু সাঈদ রনিকে সরবরাহ করে। আবু সাঈদ রনি এই ভিডিও অভিযোগকারী ও তার বর্তমান স্ত্রীকে টেলিগ্রাম ও ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠিয়ে তাদের কাছে টাকা দাবি করে তাদের ব্ল্যাকমেল করে।

জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, তারা পরস্পর যোগসাজসে ঢাকা ও চট্টগ্রামে অবস্থান করে এই অভিযোগকারী ছাড়াও আরও অনেকের সঙ্গে এভাবে ইমু ও ফেসবুক ম্যাসেঞ্জারে ভিডিও কলে আপত্তিকর মুহূর্তগুলো রেকর্ড করে রেখে তাদের ব্ল্যাকমেলের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছে।

রাজধানীর কলাবাগান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানানো হয়।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা গায়েব করা ৩ জন গ্রেফতার
জেলে থাকা নেতাদের পরিবার থেকে টাকা নেওয়ার অভিযোগে শ্রমিকদল নেতাকে অব্যাহতি
বিদেশযাত্রায় লোভনীয় এয়ার টিকিটের ফাঁদে পড়ছেন না তো?
সর্বশেষ খবর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’