X
শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩
২০ মাঘ ১৪২৯

ঋণ জালিয়াতির অভিযোগ তদন্তে দুদকের কমিটি: দুদক সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২২, ১৫:৫৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৫:৫৭

ইসলামী ব্যাংকসহ তিনটি ব্যাংক থেকে ঋণ জালিয়াতির অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে কমিটি অনুসন্ধান শুরু করেছে। অনুসন্ধানের স্বার্থে যাদের সঙ্গে পত্র যোগাযোগ করা প্রয়োজন, তাদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় বুধবার (৭ নভেম্বর) বিকালে দুদকের সচিব মো. মাহবুব হোসেন এসব তথ্য জানান।

দুদকের সচিব মো. মাহবুব হোসেন বলেন, তিন সদস্যের একটি কমিটি হয়েছে। তারা কাজ শুরু করেছেন। অর্থ পাচারের বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়েও দুদক কাজ করছে। পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য বিশেষ কিছু দেশের সঙ্গে চুক্তি করা যায় কি না, সে জন্য একটি কমিটি কাজ করছে।

দুদকের সচিব মো মাহবুব হোসেন আরও জানান, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সনদ ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশনের (ইউএনসিএসি) আলোকে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামী ৯ ডিসেম্বর (শুক্রবার) ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২ উদযাপন করা হবে। এবারের দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২ উপলক্ষে ওইদিন সকাল সোয়া আটটায় দুদক প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দুদক এর পতাকা উত্তোলন ও দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন কমিশনের চেয়ারম্যান ও কমিশনারগণ। সকাল ৯ টা থেকে সোয়া ৯ টা পর্যন্ত দুদক প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হবে। উক্ত মানববন্ধনে কমিশনের চেয়ারম্যান ও কমিশনারসহ সকল পর্যায়ের কর্মচারীরা এবং বিভিন্ন সরকারি দফতরের কর্মচারী, আইনজীবী, সাংবাদিক, স্কাউটস, বিএনসিসি, গার্লস গাইড, এনজিওসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেবেন।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠান ও দুদক মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি ভাষণ দেবেন এবং বিশেষ অতিথি হিসেবে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী উপস্থিত থাকবেন।

এ ছাড়া আলোচনা অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বিবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

/জেইউ/এনএআর/
সর্বশেষ খবর
সড়কে লাশ হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
সড়কে লাশ হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত থেকে আহত অবস্থায় এক যুবককে উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত থেকে আহত অবস্থায় এক যুবককে উদ্ধার
রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশের মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ
রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশের মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ
নিজের বিয়েতে নাচতে হবে কিয়ারাকে, এটাই রীতি!
নিজের বিয়েতে নাচতে হবে কিয়ারাকে, এটাই রীতি!
সর্বাধিক পঠিত
যা থাকছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে
যা থাকছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে
‘বারবার বলেছি আর মারিস না’
‘বারবার বলেছি আর মারিস না’
যুক্তরাষ্ট্রে উড়ছে চীনের গোয়েন্দা বেলুন, প্রস্তুত এফ-২২ যুদ্ধবিমান
যুক্তরাষ্ট্রে উড়ছে চীনের গোয়েন্দা বেলুন, প্রস্তুত এফ-২২ যুদ্ধবিমান
৫০০ ছাত্রীর মধ্যে নিজেকে একা দেখে জ্ঞান হারালো ছাত্র
৫০০ ছাত্রীর মধ্যে নিজেকে একা দেখে জ্ঞান হারালো ছাত্র
৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, ৮ ঘণ্টা পর মিললো লাশ
৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, ৮ ঘণ্টা পর মিললো লাশ