X
রবিবার, ০২ এপ্রিল ২০২৩
১৮ চৈত্র ১৪২৯

বিএনপিকর্মীরাই প্রথম হামলা করেছে দাবি পুলিশের

আব্দুল হামিদ
০৭ ডিসেম্বর ২০২২, ১৬:৪৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৭:০৮

রাজধানীর নয়াপল্টনে বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রায় এক ঘণ্টা ধরে চলে বিএনপিকর্মীদের ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ এবং বিপরীতে পুলিশের টিয়ারশেল ও গুলি। পুলিশ বলছে, বিএনপি কর্মীরাই সংঘর্ষের শুরু করেছে।

বিকাল ৪টার দিকে মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান উপস্থিত সাংবাদিকদের বলেন, সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা সড়ক অবরোধ করে অবস্থান নিলে তাদের সরে যেতে বলা হয়। এজন্য তাদের সময় দেওয়া হলেও তারা সরে যায়নি। এসময় পুলিশ তাদের উঠিয়ে দিতে গেলে তারা অতর্কিতে পুলিশের ওপরে হামলা করে।

নয়াপল্টনে পুলিশের অ্যাকশন

তিনি আরও বলেন, এখন পর্যন্ত পুলিশের কতজন সদস্য আহত হয়েছে এ বিষয়ে তথ্য নাই। এছাড়া কতজনকে গ্রেফতার করা হয়েছে তা বলা যাচ্ছে না।

হায়াতুল ইসলাম খান বলেন, তাদের রাস্তা থেকে উঠিয়ে দিতে গেলে শক্তি প্রয়োগ করা হয়েছে। তখন তো এখানে সংঘর্ষ হবেই।

এদিকে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব সরকার বলেন, জনগণের নিরাপত্তা দেওয়াই আমাদের প্রথম দায়িত্ব। যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রহণ করবে।  কতজনকে আটক করেছে পুলিশ এমন প্রশ্নে তিনি বলেন, আমরা এখন অ্যাকশন মুডে আছি। তাই এর উত্তর দিতে পারছি না।

যুগ্ম পুলিশ কমিশনার মেহেদি হাসান বলেন, বিএনপির নেতাকর্মীরা তাদের কার্যালয়ের সামনে অবস্থান করে পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। এমতাবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটতে পারে তার জন্য ডিএমপি কর্তৃপক্ষের যা যা করণীয় তাই তাই করছে। এখন পর্যন্ত সব কিছু আমাদের নিয়ন্ত্রণে।

নয়াপল্টন, ফকিরাপুল, কাকরাইল এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে

বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিএনপি কার্যালয় থেকে আমি বের হয়ে আসি। এসময় ডিবি পুলিশের লোকজন আমাকে হেফাজতে নিয়েছে। কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। এসময় এই নেতা বারবার বলেন, এটা অন্যায় এটা অন্যায়।

বুধবার বিকাল পৌনে ৪টার দিকে সাংবাদিকদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ বানচাল করতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানরত নিরীহ নেতাকর্মীদের ওপর গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। এতে বহু নেতাকর্মী আহত হয়েছেন। যতই হামলা করা হোক আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ হবে।

 

/এফএস/
সম্পর্কিত
পুলিশের দাবি মানতে নারাজ স্থপতি ইমতিয়াজের পরিবার
ডিবি কার্যালয়ে হিরো আলম
প্রথম আলোর কার্যালয় ঘিরে নিরাপত্তা জোরদার
সর্বশেষ খবর
বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ
বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ
সুন্দরবন রক্ষীদের অরক্ষিত জীবন, নেই নৌযান ও সরঞ্জাম
সুন্দরবন রক্ষীদের অরক্ষিত জীবন, নেই নৌযান ও সরঞ্জাম
রংপুরে হাততালি কর্মসূচি দিলো ৬ জনকে পুড়িয়ে হত্যা মামলার আসামিরা
রংপুরে হাততালি কর্মসূচি দিলো ৬ জনকে পুড়িয়ে হত্যা মামলার আসামিরা
জাটকা সংরক্ষণ সপ্তাহে নৌ র‍্যালি
জাটকা সংরক্ষণ সপ্তাহে নৌ র‍্যালি
সর্বাধিক পঠিত
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘অসঙ্গতিপূর্ণ’ প্রদর্শন, শিক্ষকের দুঃখ প্রকাশ
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘অসঙ্গতিপূর্ণ’ প্রদর্শন, শিক্ষকের দুঃখ প্রকাশ
বিভিন্ন পদে চাকরি দিচ্ছে রেলপথ মন্ত্রণালয়
বিভিন্ন পদে চাকরি দিচ্ছে রেলপথ মন্ত্রণালয়
ডিবি কার্যালয়ে হিরো আলম
ডিবি কার্যালয়ে হিরো আলম
প্রভার সাংবাদিক ভীতি এবং ‘গায়ে হাত’ দেওয়ার অভিযোগ
প্রভার সাংবাদিক ভীতি এবং ‘গায়ে হাত’ দেওয়ার অভিযোগ