X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
বাংলা ট্রিবিউন ও ইউল্যাবের আয়োজনে বৈঠকি

‘প্রশাসনিক ক্ষেত্রে নেতৃত্ব তৈরিতে বাংলা ভাষা শিক্ষার গুরুত্ব রয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২২, ২০:৫২আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ২১:৩১

প্রশাসনিক কর্মক্ষেত্রে নিষ্ঠাবান ও আদর্শিক নেতৃত্বে বাংলা ভাষা শিক্ষার গুরুত্ব রয়েছে। বাংলাদেশে অসংখ্য দৃষ্টান্ত রয়েছে, বাংলার সনদধারী গুণী ব্যক্তিরা প্রশাসনিক নানা ক্ষেত্রে অবদান রেখেছেন। তাই বর্তমানে বাংলা ভাষায় দক্ষতা অর্জন করে দেশেই অনেক ভালো কাজের সুযোগ রয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের সহযোগিতায় ‘বাংলায় স্নাতক: ক্যারিয়ার সম্ভাবনা’ শীর্ষক বৈঠকিতে দেশ ও দেশের বাইরে খ্যাতিমান শিক্ষাবিদ, সাহিত্য ব্যক্তিত্ব ও ভাষাবিদরা এই বিষয়গুলোয় একমত হয়েছেন। সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রশাসনিক ক্ষেত্রে দক্ষ কর্মী ও নেতৃত্বে বাংলা ভাষা শিক্ষাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মন্তব্য করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক তুলনামূলক সাহিত্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শামীম রেজা বলেন, ‘এখন বাংলা ভাষা শিক্ষা নিয়ে সবার মাঝে চিন্তার পরিবর্তন এসেছে। বাংলা শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা আমাদের ক্যাডার ভিত্তিক যে প্রশাসনিক কর্মকাণ্ড, সেখানে দক্ষতার সঙ্গে তারা সফলতার ছাপ রাখেন। এখন ইংরেজিটা যেমন দরকার, তেমন বাংলারও দরকার।’

ইউল্যাবের বাংলা বিভাগের এই উপদেষ্টা বলেন, ‘আমাদের সঙ্গে যুক্ত কবি আসাদ মান্নান, তিনি কবিতাই প্রথম লিখেছেন, পরে সচিব হয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অনার্স-মাস্টার্স করেই ওই জায়গায় গিয়েছেন। শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক তপোধীর ভট্টাচার্য, তিনি শুধু উপাচার্যই ছিলেন না, তিনি আমাদের নন্দনতাত্ত্বিক। তিনি বাংলা লিখেই বিখ্যাত। এ রকম শত শত উদাহরণ দিতে পারবো। এমনকি আমাদের বড় ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ ব্যাচের মোহাম্মদ মহসিন মেঘনা ব্যাংকের এমডি হয়েছিলেন। বাংলায় পড়ে জাতিসংঘেও কাজ করছেন, এমন উদাহরণও আছে।’

কবি ও সাবেক সচিব আসাদ মান্নান বলেন, ‘আমি মনে করি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে যেই বিষয়েরই হোক না কেন, তাকে মোটামুটি একটা বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সে ক্ষেত্রে নিজ ভাষাকে শিখতে হবে, সাহিত্যকে ধারণ করতে হবে। কেননা বাংলা, ইংরেজি বা জার্মান, যে সাহিত্যই হোক না কেন, সেটার ভাষা ভিন্ন হলেও অন্তর্গত রূপ প্রকৃতি অভিন্ন। মানুষের আনন্দ, লড়াই সংগ্রাম সবকিছুকে ধারণ করে সাহিত্য। আর এই সাহিত্য সৃষ্টি করে থাকেন লেখক ও সৃজনশীল ব্যক্তিরা।’

প্রশাসনিক দক্ষতার জন্য প্রয়োজন হয় প্রজ্ঞার, আর কর্মমুখী দক্ষতার জন্য স্কিল মন্তব্য করে সাবেক এই সচিব বলেন, ‘আমাদের শিক্ষাটা হয়ে গেছে কর্মমুখী। আমি মনে করি সনদের সঙ্গে চাকরির কোনও সম্পর্ক নেই। বিশ্ববিদ্যালয়গুলো তো সনদ দেওয়ার জন্য নয়, শিক্ষার জন্য। কিন্তু শিক্ষাটা এখন বাণিজ্য ও প্রতিযোগিতামূলক হয়ে গেছে। আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য মানুষ তৈরি করা, মানুষের সভ্যতাকে আরও সমৃদ্ধ করার জন্য। আলোকিত মানুষ তৈরি করার জন্য। তা না করে আমরা কিছু কর্মজীবী মানুষ তৈরি করছি, কর্মী বানানোর জন্য শিক্ষাটাকে ব্যবহার করছি। আজকের শিক্ষা যদি আলোকিত মানুষ তৈরি করার জন্য হতো, তাহলে কর্মসংস্থানের ব্যবস্থা কোনো না কোনোভাবে হয়ে যেত।’

ভারতের আসাম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য বলেন, ‘বাংলা কাউকে যদি সাহায্য না করে, তাহলে নিশ্চয় তা অন্তরায় হবে। এখন কোথায় কোথায় অন্তরায় হয়েছে, এটা তো কেউ বলেন না। বাংলা কোনও অন্তরায় নয়। আর এ বিষয়টি আমাদের নিজেদেরই প্রতিষ্ঠা করতে হবে।’

প্রথমবারের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে বাংলা বিভাগ চালু হচ্ছে। এই বিভাগের শিক্ষাক্রম তুলে ধরে বিভাগের উপদেষ্টা অধ্যাপক শামীম রেজা বলেন, ‘আমরা বাংলা বিভাগের টিউশন ফি কমিয়ে দিয়েছি। এ ছাড়া বাংলা ভাষার দক্ষতা পেশাগত কার্যক্রমে, বিশেষ করে সাংবাদিকতা ও দেশীয় ঐতিহ্য, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার সঙ্গে বাংলা ভাষার যে সম্পর্ক রয়েছে, তা শেখানো ও অনুবাদ সাহিত্য, এগুলো আমাদের সিলেবাসের মধ্যে আছে।’

আরও পড়ুন:

‘বাংলায় স্নাতক: ক্যারিয়ার সম্ভাবনা’

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
শিশু অধিকার বিষয়ে মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার
ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন বাংলা ট্রিবিউনের উদিসা ইসলাম
সর্বশেষ খবর
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ