X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২
বাংলা ট্রিবিউন-ইউল্যাব বৈঠকি

ভিশনারি নেতৃত্ব ও আর্থিক সামর্থ্যের প্রমাণ মেট্রোরেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২২, ০০:২১আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ০০:২১

উন্নয়নশীল রাষ্ট্রে মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজন ভিশনারি নেতৃত্ব ও আর্থিক সামর্থ্যের, যা আজ (২৮ ডিসেম্বর) দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধনের মধ্যে দিয়ে প্রমাণ করবে বাংলাদেশ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকালে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) আয়োজিত ‘শহরে আসছে মেট্রোরেল’ শীর্ষক বৈঠকিতে সমাজের বিশিষ্টজনেরা এ বিষয়ে একমত মত পোষণ করেছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন বলেন, ‘মেট্রোরেল একটি বলিষ্ঠ ও সাহসী পদক্ষেপ। এ নিয়ে অনেক বিতর্ক এবং কোন পথ দিয়ে মেট্রোরেল যাবে বিভিন্ন মহল থেকে বাধা ছিল। ঢাকা শহরের যানজট নিরসনে মেট্রোরেলের বিকল্প আছে বলে আমার মনে হয় না। সেক্ষেত্রে এটি একটি বিশাল প্রজেক্ট,মিলিয়ন ডলার প্রজেক্ট। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য প্রথমে চিন্তা করা অনেক সাহসের বিষয় ছিল।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক ও নগর পরিকল্পনাবিদ ড. আকতার মাহমুদ বলেন, ‘মেট্রোরেল প্রকল্পটি যদিও একটু লম্বা সময় ধরে বাস্তবায়িত হচ্ছে, কারণ এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। আমি মনে করি—মেট্রোরেলে যাতায়াত ঢাকাবাসীর জন্য একটি বহুমুখী পরিবর্তন নিয়ে আসবে। শুধু যে পরিবহনের ক্ষেত্রে পরিবর্তন আসবে তা নয়। পাশাপাশি মেট্রোরেলের আশেপাশে ভূমির ব্যবহার এবং তার দালানকোঠা, বিজনেস—সব কিছুতে বড় ধরনের পরিবর্তন আসবে। সব মিলিয়ে খুব ইতিবাচকভাবে দেখছি।’

বাস্তবায়নে সরকারকে ধন্যবাদ জানিয়ে পরিবহন বিশেষজ্ঞ ও বাস রুট রেশনালাইজেশন কমিটির সদস্য ড. এসএম সালেহ উদ্দিন বলেন,‘দেশে প্রথম মেট্রোরেল চালু হওয়া অত্যন্ত চমকপ্রদ বিষয়। আমাদের দেশ, অর্থনীতি এবং জীবনধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পদ্মা সেতু হলো, মেট্রো হতে যাচ্ছে সামনে আরও কয়েকটি প্রজেক্ট আসছে। এসব দেখে গর্ববোধ করছি ও সত্যিকার অর্থে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এটি বাস্তবায়নের পথে নিয়ে আসছে।

ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক বলেছেন,মেট্রোরেল চালু হওয়ার খবর,এসএসসি পাস করার মতো অনুভূতি হচ্ছে। এখন বড় হয়ে গেছি, কলেজে যাবো। আমার কাছে মনে হয়—ঢাকা শহরের গণপরিবহন খাতে একটি উত্তরণ ঘটলো। স্বাভাবিকভাবেই এটি আনন্দের বিষয়।  দেশের অর্থনীতিতে ও শহরের গতি বাড়াতে সুদূর প্রসারী ভূমিকা রাখবে। এবং সহসাই আমরা বড় একটি সুফল পাবো।

/জেডএ/এলকে/
সম্পর্কিত
বাণিজ্যিক স্পেস ভাড়া দেওয়া হবে মেট্রোরেলের ২ স্টেশনে
মেট্রোরেলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, একাধিক পদে চাকরি
মেট্রোরেল, সড়ক, রেল ও বিদ্যুৎসেবা বন্ধ হলে তাৎক্ষণিক টিভিতে জানানোর নির্দেশ
সর্বশেষ খবর
ঢাকা ও পার্শ্ববর্তী সেনা ক্যাম্পগুলোর হালনাগাদ নম্বরে যোগাযোগের অনুরোধ 
ঢাকা ও পার্শ্ববর্তী সেনা ক্যাম্পগুলোর হালনাগাদ নম্বরে যোগাযোগের অনুরোধ 
আইপিএল খেলতে অনাগ্রহীদের পাশে থাকবে ক্রিকেট অস্ট্রেলিয়া
আইপিএল খেলতে অনাগ্রহীদের পাশে থাকবে ক্রিকেট অস্ট্রেলিয়া
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হজ করতে সৌদি পৌঁছেছেন ৪০৬০৮ বাংলাদেশি, মৃত্যু ৬
হজ করতে সৌদি পৌঁছেছেন ৪০৬০৮ বাংলাদেশি, মৃত্যু ৬
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি