X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ডিশ ব্যবসার আড়ালে চলতো সব ধরনের অপরাধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৩, ১৩:০৯আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৩:০৯

ডিশ ব্যবসার আড়ালে প্রায় ১৫ বছর ধরে কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় করত মাদক ব্যবসা। এ ছাড়া ভূমি দখল, চাঁদাবাজি, ধর্ষণ ও হত্যাসহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করাই ছিল বাহিনীর সদস্যদের কাজ।

বুধবার দুপুরে অভিযান চালিয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকা থেকে এই সন্ত্রাসী বাহিনীর মূল হোতা জরিপ ওরফে কালা জরিপ ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, মাদক, ম্যাগাজিন, ৭টি মোবাইল ফোন, একটি গাড়ি ও নগদ টাকা জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. জরিপ মিয়া উরুফে কালা জরিপ (৪০) ও তার সহযোগী মো. আনিসুর রহমান (৩৮), মো. জাহিদ ওরফে বাবু (৪৫), ঝুমুর আক্তার (২৬)।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে কাওরানবাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১০-এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

তিনি বলেন, ‌‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা আমাদের জানিয়েছেন তারা কেরানীগঞ্জ এলাকার মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীর সক্রিয় সদস্য। যাদের মূল নেতৃত্বে রয়েছে মো. জরিপ ওরফে কালা জরিপ। জরিপের নেতৃত্বে তারা সব অপরাধ কার্যক্রম পরিচালনা করতো।’

তিনি আরও জানান, গ্রেফতার মো. জরিপ মিয়া ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় ডিশ ব্যবসার আড়ালে প্রায় ১৫ বছর ধরে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ভূমি দখল ও চাঁদাবাজিসহ বিভিন্নি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এসব কাজে কেউ বাধা দিলে তার নেতৃত্বে বাধাদানকারীকে মারধর এবং প্রয়োজনে তাকে হত্যা করতেও দ্বিধাবোধ করত না। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, মারামারি, চাঁদাবাজি ও হত্যা মামলাসহ ১০টি মামলাসহ অনেক অভিযোগ রয়েছে বলে জানা যায়।

তাদে বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানায় র‍্যাব।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
সর্বশেষ খবর
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
প্রিয় দশ
প্রিয় দশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান নানকের
বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান নানকের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে