X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অন্তর্জালে উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২০

‘সীমানা ভেঙে শব্দেরা মেলুক ডানা আকাশ পানে’—প্রতিপাদ্যে অন্তর্জালে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব। অনুষ্ঠানগুলো ১৭, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি একযোগে প্রচারিত হয় ফেসবুক, ইউটিউব চ্যানেল এবং কিছু অনুষ্ঠান কানাডা থেকে সম্প্রচারিত পূর্ণাঙ্গ টেলিভিশন দেশে-বিদেশে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বাংলাদেশের নাট্য ও আবৃত্তি পথিকৃৎ সৈয়দ হাসান ইমাম, প্রখ্যাত বাকশিল্পী ও অভিনেতা সরকার কবির উদ্দিন, প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব ও বাকশিল্পী রোকেয়া হায়দার, প্রখ্যাত কবি ও ছড়াকার লুৎফর রহমান রিটন, বিশিষ্ট নাট্য ও আবৃত্তি ব্যক্তিত্ব লুতফুন নাহার লতা।

অনুষ্ঠানে বক্তারা শুভেচ্ছা ও স্বাগত জানান উত্তর আমেরিকা আবৃত্তি উৎসবের প্রয়াসকে। পরে অনুষ্ঠিত হয় উত্তর আমেরিকার আমন্ত্রিত আবৃত্তি শিল্পীদের পরিবেশনা। এরপর অন্তর্জালভিত্তিক আবৃত্তি সংগঠন ‘পেইন্টেড পয়েমস’ একুশের নিবেদন দিয়ে শেষ হয় উদ্বোধনী সন্ধ্যা।

উৎসবে আবৃত্তি পরিবেশনায় অংশ নেয়—সমস্বর (ওয়াশিংটন ডিসি), অন্যস্বর টরন্টো, ক্রান্তি (ক্যালিফোর্নিয়া), ললিতকণ্ঠ (টরন্টো) এবং বাচনিক (টরন্টো)-সহ প্রায় ১৫০ জন আবৃত্তিশিল্পী।

আবৃত্তির পাশাপাশি ছিল আরও পরিবেশনা। সবচেয়ে প্রাঞ্জল উপস্থাপনা ছিল পরবর্তী প্রজন্মকে নিয়ে দুই পর্বের অনুষ্ঠান। এতে যোগ দেন উত্তর আমেরিকায় বসবাসরত বাংলা ভাষার কবিরা। কবিতা পড়েন সৌম্য দাশগুপ্ত, সেজান মাহমুদ, তাপস গায়েন, তুষার গায়েন, মৌ মধুবন্তী, রেজা অনিরুদ্ধ, রাকীব হাসান, রওশন হাসান, হাসান মাহমুদ। কবিতার অন্য প্রকাশ পর্বে উপস্থাপন করা হয় জনপ্রিয় কবিতায় সুরারোপিত গান।

উৎসবকে কেন্দ্র করে প্রকাশিত হয় নাঈমা সিদ্দিকা সম্পাদিত স্মারক গ্রন্থ।

অনুষ্ঠানগুলোতে সঞ্চালনার দায়িত্বে ছিলেন—আফাজউদ্দিন তোতন আহমেদ, মারুনা রাহী, রাশেদ চৌধুরী, রিজোয়ান হৃদয়, নাঈমা সিদ্দিকা, তারেক ইয়াসিন, তারেক উজ্জ্বল ও রুনি সরকার।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
বৈধ পথে রেমিট্যান্স পাঠানো ও দেশের সাফল্য তুলে ধরার আহ্বান
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না