X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

বিদেশের মাটিতে ২১ ফেব্রুয়ারির সবচেয়ে বড় অনুষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫২

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় বড় ধরনের আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে ২১ ফেব্রুয়ারি। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে কলম্বোর ঐতিহাসিক স্বাধীনতা চত্ত্বরে দেশটির প্রধানমন্ত্রী দীনেশ গুনাবর্ধনে ও শতাধিক স্কুল শিক্ষার্থীদের উপস্থিতিতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।

উল্লেখ্য কলম্বোর স্বাধীনতা চত্ত্বরে সাধারণত সরকারি অনুষ্ঠান হয়ে থাকে এবং অন্যকোনও দূতাবাসের জন্য উন্মুক্ত নয়। দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শ্রীলংকার উচ্চশিক্ষা প্রতিমন্ত্রী ড. সুরেশ রাগাভান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী থারাকা বালাশুরিয়া, শিক্ষা সচিব, সংস্কৃতিক বিষয়ক সচিব, বিদেশি রাষ্ট্রদূতবৃন্দ ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন।

রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষকসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শ্রীলংকার স্বাধীনতা চত্ত্বরে বিভিন্ন ভাষাভাষীদের এক মিলনমেলায় পরিণত হয়।

বিদেশের মাটিতে ২১ ফেব্রুয়ারির সবচেয়ে বড় অনুষ্ঠান

ভাষা শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বাংলাদেশ হাই কমিশন পরিবারের সদস্যদের সমবেতভাবে গাওয়া অমর একুশের ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়রি’ গানটির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রধানমন্ত্রী ও অন্যান্যরা রং আর তুলির আঁচড়ে নিজ নিজ মাতৃভাষায় ক্যানভাসে অনুভূতি ফুটিয়ে তোলেন।

দিবসটি উদযাপনের অংশ হিসাবে দুই মাসব্যাপী শ্রীলংকাজুড়ে স্কুল শিক্ষার্থীদের মাঝে ছবি আকা, রচনা ও কবিতা প্রতিযোগিতার আয়োজন করেছে দূতাবাস। এর প্রতিপাদ্য ছিল, ‘মাতৃভাষা: বৈচিত্র্যে – ঐক্য’। অনুষ্ঠানে উক্ত প্রতিযোগিতায় চুড়ান্তভাবে বিজয়ী ১৫ জন ছাত্র-ছাত্রীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়।  

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল, ভিন্ন ভাষাভাষী একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। কলম্বোস্থ স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক কেন্দ্র, রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্র, মালদ্বীপ শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র, সার্ক সাংস্কৃতিক কেন্দ্র, শ্রীলংকার স্থানীয় শিল্পী ও বাংলাদেশ হাই কমিশনের শিশুরা তাদের স্ব স্ব দেশের সংস্কৃতি নৃত্য,  সংগীত ও আবৃত্তির মাধ্যমে তুলে ধরে। অন্তত আটটি বিভিন্ন ভাষায় উক্ত পরিবেশনাগুলো সাজানো ছিল।

রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং এর তাৎপর্য বর্ণনা করেন। একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা এবং একটি শান্তিপূর্ণ বিশ্বের জন্য মাতৃভাষার ভূমিকার ওপর জোর দেন তিনি।

উচ্চশিক্ষা প্রতিমন্ত্রী ড. সুরেশ রাগাভান তিনটি ভাষায় (ইংরেজি, সিংহলী ও তামিল) বক্তব্য দেন। তিনি মাতৃভাষার গুরুত্ব  ও ভাষার বৈচিত্রের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।        

শ্রীলংকার শিক্ষা মন্ত্রণালয়, জাতিসংঘের স্থানীয় দফতর ও শ্রীলংকা স্কাউটস এসোসিয়েশনের সহযোগিতায় বাংলাদেশ দূতাবাস বর্ণাঢ্য এ আয়োজন করে।

/এসএসজেড/এলকে/
সম্পর্কিত
অপারেশন সিঁদুরপাকিস্তানে শতাধিক জঙ্গি হত্যার দাবি ভারতের, রাফালে নিয়ে নীরব
ভারত-পাকিস্তান সংঘাত‘নাজুক যুদ্ধবিরতি’: বন্দুক নীরব, কিন্তু শান্তি কি টিকবে?
ভারত-পাকিস্তান সংঘাত: শান্তি এলেও ঝুঁকি কাটেনি
সর্বশেষ খবর
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবি পার্টির অভিনন্দন
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবি পার্টির অভিনন্দন
এমবাপ্পের হ্যাটট্রিক, সাত গোলের থ্রিলারে রিয়ালকে হারালো বার্সা
এমবাপ্পের হ্যাটট্রিক, সাত গোলের থ্রিলারে রিয়ালকে হারালো বার্সা
তীব্র তাপপ্রবাহ: পথচারীদের জন্য মসজিদ-ওজুখানা খোলা রাখার নির্দেশনা
তীব্র তাপপ্রবাহ: পথচারীদের জন্য মসজিদ-ওজুখানা খোলা রাখার নির্দেশনা
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৮২১
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৮২১
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো